December 4, 2024, 11:24 pm
স্টাফ রিপোর্টার ॥ সৌদি রিয়াল কম দামে বিক্রির নামে প্রতারণাকারী চক্রের সদস্যকে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ। আটক মোঃ রুহুল আমিন মিন্টু (৪০) বরগুনা জেলার আমতলী থানাধীন গুলিশাখালী বাইনবুনিয়া এলাকার চান মিয়ার ছেলে। আটকের সময় তার কাছ থেকে প্রতারণার কাজ ব্যবহৃত কাপড় ধোয়ার সবুজ রংয়ের একটি সাবান, ১ শত মূল্যমানের ১ টি ও ৫০ মূল্যমানের ২ টিসহ তিনটি কাগজের তৈরি সৌদি রিয়াল, ২০ ইঞ্চি লম্বা ও ৩ ইঞ্চি চওড়া ১৮ টি লেখাবিহীন নিউজ প্রিন্ট কাগজের ভাজ করা বান্ডিল এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. মুনির। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ছগির হোসেনের নেতৃত্বে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মধ্যফটক সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে প্রতারণাকারী চক্রের সদস্য রুহুল আমিন মিন্টুকে আটক করা হয়। পরিদর্শক ছগির হোসেন জানান, আটক রুহুল আমিন মিন্টু সৌদি রিয়াল দেখিয়ে, তা কম দামে বিক্রির কথা বলে সহজ-সরল লোকদের নিকট প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য ঘটনাস্থলে অবস্থান করছিলো। আর ওইসময় অভিযান চালিয়ে রুহুল আমিন মিন্টুকে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে দেখা যায়, মিন্টু তার তার পরিহিত লুঙ্গির ভিতরে ১টি আকাশী- নীল- কালো কালারের ও ১টি সাদা- কালো কালারের আন্ডার ওয়ার প্যান্ট পরিধান করা অবস্থায় ছিল। আর তার ভেতরেই বিশেষ কৌশলে লুকিয়ে খবরের কাগজে মোড়ানো অবস্থায় ১টি কাপড় ধোয়ার সবুজ রংয়ের সাবান এর উপর ২০ ইঞ্চি লম্বা এবং ৩ ইঞ্চি চওড়া ১৮টি লেখা বিহীন নিউজ প্রিন্ট কাগজের ভাজ করা বান্ডেল রাখে। যার ওপরে ১০০ মূল্যমানের ১টি কাগজের তৈরি সৌদি রিয়াল ও ৫০ মূল্যমানের ২টি কাগজের তৈরি সৌদি রিয়াল রাখা ছিল। যেগুলো জব্দের পাশাপাশি প্রতারনার কাজে ব্যবহৃত ১টি নেভী ব্লু কালারের বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এ চক্রের আরও তিন সদস্য পালিয়ে যায় জানিয়ে পরিদর্শক ছগির হোসেন বলেন, আটক এবং পলাতককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply