August 14, 2025, 2:03 am
আমতলী প্রতিনিধি ॥ বরগুনার আমতলীতে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। উপজেলার চাওড়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের বৌ বাজার গ্রামে গত শনিবার রাত ১১ টার দিকে এ হত্যাকান্ড ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে স্বামী তৈয়ব হাওলাদারের সাথে প্রায়ই তার স্ত্রী সাজেদা বেগম (৫৫) এর ঝগড়া ঝাটি লেগে থাকত।
ঘটনার দিন ঝগড়াঝাটির এক পর্যায়ে স্বামী তৈয়ব হাওলাদার (৬০) ঘরে থাকা মুগুর দিয়ে স্ত্রী সাজেদা বেগমের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় পটুয়াখালী হাসপাতালে নেয়ার পথে আমড়াগাছিয়া নামক স্থানে তার মৃত্যু হয়। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, ‘খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply