January 15, 2025, 5:06 am
বিপ্লবী ডেস্ক ॥ বরগুনার তালতলীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলারের কাছ থেকে পণ্য কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুত করায় ইউসুফ মুন্সী নামের ব্যবসায়ীকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মজুত করা মালামাল জব্দ করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার ছোটবগী বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম সাদিক তানভীর। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ছোটবগী বাজারের সজিব নামের টিসিবির ডিলারের কাছ থেকে পণ্য কিনে মজুত করেন ইউসুফ মুন্সী নামের এক ব্যবসায়ী। গোপন সূত্রে বিষয়টি জানতে পেরে বিকেলের দিকে ইউএনও এসএম সাদিক তানভীর পুলিশ নিয়ে ওই দোকানে অভিযান চালান।
অভিযানকালে ওই দোকান থেকে টিসিবির ফ্যামিলি কার্ডের ১১৬ লিটার ভোজ্যতেল, ১ হাজার ৩০০ কেজি মসুরের ডাল ও ৪০০ কেজি চিনি জব্দ করা হয়। এ সময় ইউএনও তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত ব্যবসায়ী ইউসুফ মুন্সীকে এক মাসের কারাদন্ড দেন। এ সময় জব্দ করা পণ্য ছোটবগী ইউনিয়ন চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়। টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের কাছে পণ্যগুলো নির্ধারিত দামে বিক্রি করা হবে বলে জানান ইউএনও।
Leave a Reply