November 24, 2024, 1:12 pm
স্টাফ রিপোর্টার ॥ হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। করোনা মহামারির কারণে গত দুই বছর রথযাত্রা উৎসব সীমিত পরিসরে উদযাপিত হয়েছিল।
এবার শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উদযাপিত হয়। প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় রথযাত্রা। নিয়মানুযায়ী এর ৯ দিনের মাথায় অর্থাৎ ৯ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা।
শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রাদেবীর রথযাত্রা মহোৎসব দুপুর ২টায় আলোচনার মধ্যে দিয়ে শুক্রবার উৎসবটি শুরু হয়। এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক শ্রী রাখল চন্দ্র দে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বরিশাল শাখার সভাপতি এ্যাড. শ্রী মানবেন্দ্র বটব্যাল, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জি কুডুসহ কাউন্সিলর, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা। পরে বিকেলে রথযাত্রাটির বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply