December 3, 2024, 4:44 pm
স্টাফ রিপোর্টার ॥ আসন্ন মহান স্বাধীনতা দিবসের দিনেই দক্ষিণাঞ্চলবাসীর জন্য সুখবর নিয়ে বরিশালের আকাশে পুনরায় সপ্তাহে ৬টি ফ্লাইট নিয়ে ডানা মেলছে জাতীয় পতাকাবাহী বিমান। আগামী ২৬ মার্চ থেকে কার্যকর গ্রীষ্মকালীন সময়সূচীতে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন সময়সূচী নিয়ে সপ্তাহে ৬দিন বরিশাল সেক্টরে ফ্লাইট পরিচালনা করবে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০২১-এর ২৬ মার্চ থেকে বিমান বরিশাল সেক্টরে দৈনিক ফ্লাইট পরিচালনা শুরু করলেও ২০২২-এর ২৭ জুন পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেয়ার পরে আকাশ পথে যাত্রী চলাচল হ্রাসের কথিত অজুহাতে ঐবছরই আগষ্টের প্রথম সপ্তাহে রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থাটির ফ্লাইট সপ্তাহে ৩ দিনে হ্রাস করা হয়। বিষয়টি নিয়ে বরিশালের রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলে তীব্র বিরূপ প্রতিক্রীয়ার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রীকেও একাধিকবার তাগিদ দেয়া হয়েছে। প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে সাবেক ও বর্তমান বিমান মন্ত্রীর সাথে একাধিকবার কথা বলেছেন বলে জানিয়েছেন। কিন্তু বিমান বরিশাল সেক্টরে যাত্রী চাহিদার কথা স্বীকার করলেও কেবিন-ক্রু ও পাইলট সংকটের কারণে ফ্লাইট বৃদ্ধি সম্ভভ হচ্ছিল না বিমান কতৃপক্ষ ইতোপূর্বে জানিয়েছিলেন। অতি সম্প্রতি পানি সম্পদ প্রতিমন্ত্রী বরিশালে গনমাধ্যম কর্মীদের সাথে এক বৈঠকে বরিশাল সেক্টরে বিমান ফ্লাইট বৃদ্ধির লক্ষে কাজ করার কথা জানিয়ে খুব শিঘ্রই এর সুফল দৃশ্যমান হবে বলেও জানান। সোমবার বিমান-এর একাধিক দায়িত্বশীল মহলে যোগাযাগ করা হলে ২৬ মার্চ থেকে কার্যকর বিমান-এর গ্রীষ্মকালীন সময়সূচীতে বরিশাল সেক্টরে সপ্তাহে ৬দিন ফ্লাইট পরিচালনার সিদ্ধান্তের কথা জানা গেছে। নতুন সময়সূচীতে বৃহস্পতি ও শণিবার বিকেলে এবং অবশিষ্ট ৪ দিন ঢাকা থেকে সকাল সোয়া ৮টা ও বরিশাল থেকে সকাল ৯.২০টায় ফ্লাইট পরিচালন করবে বিমান। শুধুমাত্র সোমবার কোন ফ্লাইট থাকছে না। তবে বরিশারেল সুচি সমাজ প্রতিদিনই এ সেক্টরে ফ্লাইট দাবী করেছেন। এ ব্যাপারে বিমান-এর ব্যাবস্থাপনা পরিচালক জনাব শফিউল আজিম, ‘বরিশাল সেক্টর নিয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহনের চেষ্টার’ কথা জানিয়েছেন একাধিকবার। ‘বিদ্যমান কিছু সংকট কাটিয়ে উঠে এ সেক্টরে যাত্রী চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে সম্ভব সব কিছু করার কথাও জানিয়েছিলেন তিনি। এদিকে বিমান-এর বরিশাল সেলস অফিসের সাম্প্রতিক কর্মকান্ড নিয়ে নানা অভিযোগ উঠতে শুরু করেছে সম্প্রতি। গত আগষ্টের পরে বরিশাল বিমান অফিসে ব্যবসায় মারাত্মক ধ্বশ নেমেছে বলে একাধিক সূত্রে জানা গেছে। ইতোপূর্বে মাসিক ৯০ লাখ টাকার বিক্রী গত ডিসেম্বরে ১০ লাখে নেমে যাবার বিষয়টি নিয়ে বিমান-এর সদর দপ্তর থেকে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন বিপনন ও বিক্রয় পরিদপ্তরের এক দায়িত্বশীল কর্মকর্তা। পাশাপাশি বরিশাল সেলস অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে আরো বেশ কিছু গুরুতর অভিযোগেরও তদন্ত শুরু হবার পরে তা ঝিমিয়ে গেছ। সাধারন যাত্রী এবং বিভিন্ন ট্রাভেল এজেন্সীসমুহের তরফ থেকে বিমান-এর বরিশাল সেলস অফিসের সেবার মান নিয়ে অসন্তুষ্টির কথা বলা হয়েছে। এসব বিষয়ে সংস্থাটির সদর দপ্তরের বিপনন ও বিক্রয় এবং প্রশাসন পরিদপ্তরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সাথে আলাপ করা হলে, ‘সব বিষয়ই তদন্ত করা হচ্ছে’ বলে জানান হয়েছে। এসব বিষয়ে সোমবার বিমান-এর বরিশাল সেলস অফিসে জেলা ব্যবস্থাপকের সাথে আলাপ করতে তার ল্যান্ডফোনে একাধিকবার কল করলেও কোন সাড়া মেলেনি।
Leave a Reply