November 22, 2024, 3:02 am
স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল ২৫ আগস্ট থেকে নগরীতে শুরু হচ্ছে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা প্রদান কার্যক্রম। কার্যক্রম চলার নির্দিষ্ট সময়সীমা না থাকলেও সিটি করপোরেশন বলছে ১৫ দিনের মধ্যে টিকা প্রদান সম্পন্ন করার টার্গেট রয়েছে তাদের। বয়স্কদের ক্ষেত্রে সিটি করপোরেশনের নির্দিষ্ট কেন্দ্রে এসে টিকা গ্রহন করার নিয়ম থাকলেও শিশুদের ক্ষেত্রে সে নিয়ম থাকছে না। সিটি করপোরেশনের টিম গিয়ে স্কুলে স্কুলে টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করবে। কোন স্কুলে কোন দিন কার্যক্রম পরিচালনা করা হবে তা আগে জানিয়ে দেবে সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ। তবে স্কুল কর্তৃপক্ষকে আগে থেকেই সুরক্ষা অ্যাপস থেকে প্রত্যেক শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। বরিশাল সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শুভ্র বলেন, কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। আমরা প্রত্যেক স্কুলে গিয়ে টিকা প্রদান করে আসবো। আগে থেকে নিবন্ধন করে থাকলে ভাল হয়, তবে কেউ নিবন্ধন না করে থাকলে জন্ম নিবন্ধন দেখে টিকা প্রদান করে দেব। বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান বলেন, প্রথম শুরু হওয়া এই কার্যক্রম শুধু মাত্র বরিশাল সিটি এলাকায় চলবে। পরবর্তীতে জেলা উপজেলায় করা হবে। আমরা স্বাস্থ্য বিভাগ সিটি করপোরেশনকে টিকা কার্যক্রমে সহযোগীতা করবো। এই কার্যক্রমে ফাইজারের টিকা ব্যবহৃত হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরীক্ষামূলক প্রয়োগ শেষে ২৫ আগস্ট থেকে দেশের ১২টি সিটি করপোরেশনে পূর্ণাঙ্গভাবে শিশুদের টিকা দেওয়ার কাজ চলবে। পরে পর্যায়ক্রমে জেলা-উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদের টিকা প্রয়োগ করা হবে।
Leave a Reply