December 3, 2024, 5:16 pm
স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সিটি করপোরেশনের সাবেক ও বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি বরিশাল বিএনপির বর্ষীয়ান নেতা আহসান হাবিব কামাল আর নেই। (ইন্না লিল্লাহি…রাজিউন)। গতকাল শনিবার রাত ১১:০০ টার সময় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। বিএনপির মিডিয়া সেলে আহবায়ক জহির উদ্দিন স্বপন বিষয়টি হাসপাতাল নিশ্চিত করেন। তিনি দীর্ঘদিন থেকে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। সাবেক এই মেয়র মৃত্যুকালে স্ত্রী, ১পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিএনপির এই বর্ষীয়ান নেতা তার জীবদ্দশায় দায়িত্ব পালন করেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও পৌর চেয়ারম্যানের।
তিনি বরিশাল সিটি করপোরেশনের প্রথম মেয়র ছিলেন। বিভিন্ন সময় কেন্দ্রীয়, জেলা ও নগর বিএনপির গুরুত্বপূর্ণ পদেও ছিলেন তিনি। স্থানীয় বিএনপির একটি গ্রুপের নেতৃত্বও ছিল তার হাতে। তবে ২০১৩ সালের সিটি নির্বাচনে মেয়র পদে বিজয়ী হওয়ার পর একে একে দলের স্থানীয় ও কেন্দ্রীয় পদ হারাতে থাকেন তিনি। এর পর দলীয় কর্মকা- থেকে নিজেকে গুটিয়ে নেন। সাবেক মেয়র আহসান হাবিব কামাল ২০০৯ থেকে ১৩ সাল পর্যন্ত পর্যায়ক্রমে ছিলেন নগর বিএনপি ও দক্ষিণ জেলা বিএনপি সভাপতি। ২০১৩ সালের সিটি নির্বাচনের সময় কামাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতির পদ ছেড়ে দেন স্থানীয় বিএনপির অপর শীর্ষ নেতা এবায়দুল হক চাঁনকে।
তখন কামাল ছিলেন দলের কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক। কিন্তু ২০১৬ সালে কেন্দ্রীয় বিএনপির সম্মেলনে ওই পদও হারান তিনি। ২০২০ সালে বিসিসি’র একটি দুর্নীতি মামলায় ৭ বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত হয়ে ওই বছরের ৯ নভেম্বর থেকে বরিশাল কারাগারে বন্দী ছিলেন। পরবর্তীতে হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হন।
এরপর শারিরিক অসুস্থতার কারনে বিভিন্ন সময়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এছাড়াও বরিশাল মহানগর বিএনপির আহবায়খ মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদসহ সকল সদস্যবৃন্দ, বরিশালের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক শোক প্রকাশ করেন।
Leave a Reply