January 14, 2025, 10:21 pm

আগামীকাল বরিশালে আন্তর্জাতিক ক্বিরাত মাহফিল

আগামীকাল বরিশালে আন্তর্জাতিক ক্বিরাত মাহফিল

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন দেশের খ্যাতিমান ক্বারীদের নিয়ে বরিশালে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত মাহফিল। আগমীকাল শুক্রবার বিকেল তিনটায় বরিশাল হেমায়েত উদ্দীন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই মাহফিলের আয়োজন করেছে আল কুরআন একাডেমি বরিশাল। এতে লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলে জানিয়েছেন আয়োজকরা। আল কুরআন একাডেমি বরিশালের আয়োজক কমিটির আহবায়ক মো. আব্দুল হাই জানান. বরিশালের আন্তর্জাতিক ক্বিরাত মাহফিলে ক্বিরাত পরিবেশনে আসছেন- মরক্কোর ক্বারী ইলিয়াস আল মিহয়াউঈ, পাকিস্তানের ক্বারী হাম্মাদ আনওয়ার নাফীসী, ইরানের ক্বারী হামীদ রেজা আহমাদী ওয়াফা, মিশরের শাইখ ইয়াসির শারক্বাউঈ এবং বাংলাদেশের প্রখ্যাত ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী। আন্তর্জাতিক ক্বিরাত সংগঠন ‘ইক্বরা’র আমন্ত্রণে এসব বিদেশি ক্বারী বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছেন- আয়োজক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আবদুল মান্নান। আল কুরআন একাডেমি বরিশালের সভাপতি ও বিএম কলেজ ইসলামী শিক্ষা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোয়াজ্জেম হোসাইন ও প্রফেসর মোহাম্মদ আবদুর রব জানিয়েছেন- ইনশাআল্লাহ আল-কুরআনের মোহময় সুরে প্রকম্পিত হবে বরিশালের ময়দান। লাখো জনতার সমাগমের প্রস্তুতি নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছে মাহফিল বাস্তবায়ন কমিটি। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তারা। ক্বিরাত মাহফিল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক তৈয়বুর রহমান আজাদ জানান, শুক্রবার বিকেল ৩টা থেকে ইসলামী সাংস্কৃতিক পরিবেশনায় থাকবে ঢাকার সাইমুম শিল্পীগোষ্ঠী ও হ্যাভেন টিউন নাশিদ ব্যান্ড, বরিশাল সাংস্কৃতিক সংসদ ও হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী। মাহফিলে মহিলাদের জন্য থাকছে আলাদা প্যান্ডেল, যেখানে পর্দাসহ বসার সু-ব্যবস্থা রয়ছে। মাহফিলে অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে গত কয়েকদিন যাবত নগরীসহ পুরো বরিশাল বিভাগ জুড়ে ব্যাপক প্রচার-প্রচারনা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com