November 22, 2024, 4:33 pm
বিপ্লবী ডেস্ক ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১৩ হাজার ২শত ৭জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
চাল বিতরণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশাররফ হোসাইন, উপজেলা সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ নেতা শরীফ ইলিয়াস, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হালিমুজ্জামান হালিম, ইউপি সচিব সাধন চন্দ্র হালদার, ইউপি সদস্য মশিউর রহমান, মারুফ সেরনিয়াবাত, সৌরভ মোল্লা, সৈয়দ রানা মনির, মো. মনিরুজ্জামান তালুকদার, শামীম ফড়িয়াসহ প্রমুখ।
অন্যদিকে ভিজিএফ বরাদ্দের বিপরীতে রাজিহার ইউনিয়নে ২৯১৩ জন, বাকাল ইউনিয়নে ২৫৩১ জন, বাগধা ইউনিয়নে ২৬৮৪ জন, গৈলা ইউনিয়নে ২৬৫৪ জন ও রতœপুর ইউনিয়নে ২৪২৫ জনসহ মোট ১৩,২০৭ জন দুঃস্থ ব্যক্তি ১০ কেজি করে চাল দেয়া হয়েছে।
Leave a Reply