April 6, 2025, 8:08 am
স্টাফ রিপোর্টার ॥ দেশের ১২ টি সিটি করপোরেশনের ন্যায় আজ থেকে বরিশাল সিটি করপোরেশনে শুরু হচ্ছে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা প্রদান কার্যক্রম। নগরীর ৩০ নং ওয়ার্ডের কাশিপুরে অবস্থিত তিলক কলাডেমা প্রাইমেরী স্কুলে সকাল ১১ টায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। উদ্বেধনের দিন নগরীর ২৭,২৮,২৯ এবং ৩০ নং ওয়ার্ডের মোট ১২ টি স্কুলে টিকা প্রদান করা হবে। এমননি ভাবে প্রতিদিন স্কুলে স্কুলে গিয়ে সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের সদস্যরা শিশু শিক্ষার্থীদের টিকা প্রদান করবে। বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস বলেন নগরীর মধ্যে মোট ৭৯ টি প্রাইমেরী স্কুল রয়েছে। এর মধ্যে বয়স হিসাবে টিকার আওতায় আসবে ২০ হাজার ৫২৮ জন শিক্ষার্থী। সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শ্রভ্র বলেন নগরীর স্কুলগুলোকে আমরা ভাগ করে নিয়েছি। এক এক দিন নির্দিষ্ট সংখ্যক স্কুলে টিকা প্রদান করা হবে। আশা করছি ১৫ দিনের মধ্যে নগরীর সমস্ত স্কুলে টিকা প্রদান করা সম্ভব হবে।
Leave a Reply