January 28, 2025, 3:44 am

আমতলীতে টেন্ডার ছাড়াই স্কুল ভবন বেচে দিলেন প্রধান শিক্ষক

আমতলীতে টেন্ডার ছাড়াই স্কুল ভবন বেচে দিলেন প্রধান শিক্ষক

বিপ্লবী ডেস্ক ॥ বরগুনার আমতলীতে টেন্ডার ছাড়াই স্কুলের দুটি ভবন বিক্রি করে দিয়েছেন প্রধান শিক্ষক। উপজেলার গুলিশাখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন সেলিমের বিরুদ্ধে ভবন বিক্রির এমন অভিযোগ উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, গুলিশাখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন সেলিম টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের পুরাতন দুটি ভবন ভেঙে ভবনের ভেতর থেকে বের হওয়া পুরাতন ইট, টিনসহ অন্যান্য মালামাল বিক্রি করে দিয়েছেন। সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের একটি পুরাতন পাকা ভবন ও আরেকটি লম্বা টিনশেড ভবন ভেঙে এর যাবতীয় মালামাল লক্ষাধিক টাকায় বিক্রি করে দিয়েছেন প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন সেলিম। শুধু স্থানীয়রাই নন, সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরাও বিষয়টি দেখে প্রধান শিক্ষকের চাপের কারণে তারা প্রকাশ্যে মুখ খুলতে পারছেন না। প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন সেলিম বলেন, একটি চক্রান্তকারী মহল বিদ্যালয়ের উন্নয়ন দেখে ঈর্ষান্বিত হয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। স্কুলের পুরাতন ভবন বিক্রি করে প্রধান শিক্ষকের অফিস কক্ষ ও শিক্ষকদের জন্য শৌচাগার নির্মাণ করা হয়েছে। টেন্ডার ছাড়া পুরাতন ভবন ভাঙা ও বিক্রি করা যায় কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়টি আমার জানা নেই।’ স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এইচ এম মনিরুল ইসলামকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, স্কুল বিক্রি করে দেওয়ার বিষয়টি জানি না। বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙতে হলে সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলীর মাধ্যমে ওই ভবনের মালামালের মূল্য নির্ধারণসহ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে টেন্ডার কমিটির মাধ্যমে টেন্ডার আহ্বান করে অথবা প্রকাশ্যে নিলাম ডাকের মাধ্যমে বিক্রি করতে হবে। সরকারি নিয়মনীতি অনুসরণ না করে বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙে ফেলা কিংবা বিক্রয় করা এটি একটি অনিয়ম। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল আলম বলেন, ঘটনা সত্য হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com