November 21, 2024, 12:29 pm
দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার ॥ ঘড়ে বাইরে নারী নির্যাতন রুখে দাঁড়ানোর প্রতিপাদ্য নিয়ে খুলনায় নারী ফুটবলারদের উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বিক্ষেভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখা। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদররোডে এক প্রতিবাদ সভা করেন তারা। বরিশাল সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি মাফিয়া বেগমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে এসময় আরো বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক শানু বেগম,ছাত্র ফ্রন্ট সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, অঅলেকান্দা কলেজ ছাত্র ফ্রন্ট সংগঠক লিমা, আলেকান্দা কলেজ ছাত্র ফ্রন্ট সংগঠক ফারজানা, মহানগর কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব সুজন সিকদার, বাসদ সংগঠক কমরেড মঞ্জু,বাসদ জেলা সদস্য দুলাল মলিক ও শন্তুমিত্র প্রমুখ। এসময় বক্তারা বলেন, গত ৩১শে জুলাই খুলনার বটিয়াঘাটায় তেতুলতলা মাঠে ফুটবল প্র্যাক্টিসের সময় অনুমতি ছাড়া নারী ফুটবলারদের ছবি তুলে স্থানীয় এক ব্যাক্তি কটুক্তিসহ ফেসবুকে ছড়িয়ে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুইজন নারী ফুটবলার সাদিয়া নাসরিন ও মঙ্গলী বাগচী ছবি তোলার প্রতিবাদ জানাতে গেলে তখন নারী ফুটবলারদের পোষাক নিয়ে কটুক্তি করে চারজন ব্যাক্তি তাদের উপর হামলা করেন ও রড দিয়ে বাড়ি মেরে মঙ্গলী বাগচীর মাথা ফাটিয়ে দেন ও সাদিয়াসহ আরো দুইজন ফুটবলারকে আহত করেন। মঙ্গলী অচেতন হয়ে গেলে তাকে বেধে রাখা হয় পরে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এরপর তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করা হয়। বক্তারা বলেন, বাংলাদেশের নারীরা শত প্রতিকুলতা মোকাবেলা করে খেলাধুলায় অংশ নিয়ে এশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছে। অথচ নারী ক্রীড়াবিদদের বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের উদ্যোগ প্রায় শূন্য। বক্তারা অবিলম্বে খুলনার বটিয়াঘাটায় নারী ফুটবলারদের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ও নারী ক্রীড়াবিদদের নিরাপদ পরিবেশে ক্রীড়াচর্চা নিশ্চিত করার জন্য দাবি জানান। এর আগে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নেতা কর্মীরা বৈরী আবহাওয়া উপেক্ষা ফকিরবাড়ি রোডস্থ বাসদ দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করে নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সদররোড সভাস্থলে এসে শেষ করে।
Leave a Reply