October 22, 2024, 3:41 am

খেলার মাঠে ভবন নিয়ে উত্তপ্ত বরিশাল কলেজ

খেলার মাঠে ভবন নিয়ে উত্তপ্ত বরিশাল কলেজ

স্টাফ রিপোর্টার ॥ সরকারি বরিশাল কলেজে শ্রেণিকক্ষের জন্য ৬ তলা ভবন নির্মাণ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। নির্ধারণ করা স্থানে ভবনটি নির্মাণ হলে খেলার মাঠ সংকুচিত হওয়ার পাশাপাশি অশ্বিনী কুমার দত্তের রোপণ করা তমাল গাছ রক্ষা করা যাবে না বলে দাবি করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। বিকল্প স্থানে ভবন নির্মাণ দাবিতে ‘সরকারি বরিশাল কলেজ খেলার মাঠ রক্ষা কমিটি’ও গঠন করা হয়েছে। এই কমিটি বুধবার সংবাদ সম্মেলন করে মাঠ নষ্ট করে ভবন নির্মাণ যে কোনো মূল্যে ঠেকানোর ঘোষণা দিয়েছে। আগামী ১৫ জুন সমাবেশও ডেকেছে। নগরের কালীবাড়ি সড়কে ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা মহাত্মা অশ্বিনী কুমার দত্তের বাস ভবনটিই বর্তমান সরকারি বরিশাল কলেজ। এখানে অশ্বিনী কুমার দত্তের রোপণ করা তমাল গাছটি বরিশালের অনেক ইতিহাসের সাক্ষী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও এ গাছের নিচে বসেছিলেন। আন্দোলনকারীদের দাবি, কলেজের দক্ষিণ পাশের দেয়াল ঘেঁষে ভবনটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে একমাত্র খেলার মাঠ এবং তমাল গাছ রক্ষা করা যাবে না। এ নিয়ে নারীনেত্রী অধ্যাপক শাহ সাজেদাকে সভাপতি এবং বাসদের জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তীকে সদস্য সচিব করে গত সোমবার ১০১ সদস্যের মাঠ রক্ষা কমিটি গঠন করা হয়। বুধবার কলেজ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এই কমিটি ৩ দফা ঘোষণা করে। তাদের দাবিগুলো হলো- খেলার মাঠ ধ্বংস করে ভবন নির্মাণ বন্ধ, ক্লাসরুম সংকট নিরসনে বিকল্প স্থানে ভবন নির্মাণ এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। দাবি মানতে কর্তৃপক্ষকে ৫ দিনের সময়ও বেঁধে দেওয়া হয়। সরকারি বরিশাল কলেজ অধ্যক্ষ আলী হোসেন হাওলাদার বলেন, কলেজের ১০ হাজার শিক্ষার্থীর জন্য শ্রেণিকক্ষ রয়েছে মাত্র ২১টি। নতুন ভবন নির্মাণে ব্যর্থ হলে শ্রেণিকক্ষ সংকট ২০ বছরেও কাটবে না। কলেজের মসজিদের কাছে ডোবায় ৬ তলা ভবন নির্মাণ অসম্ভব। তাই ছাত্র সংসদ ও সাইকেল গ্যারেজের জায়গায় ভবনটি নির্মাণ করা হবে। এতে মাঠের কোনো ক্ষতি হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com