May 14, 2025, 7:03 pm

চরফ্যাশনের স্বপন হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

চরফ্যাশনের স্বপন হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

চরফ্যাশন প্রতিনিধি ॥ ভোলার চরফ্যাশনে আলোচিত জাফর ইমাম স্বপন হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার (১৪ মে) দুপুরে চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সহকারী বিচারক সাখাওয়াত হোসাইন এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হযরত আলী হিরন আজকের পত্রিকাকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আ. লতিফ মিয়ার ছেলে হাফেজ মনির উদ্দিন, মৃত আবু তাহেরের ছেলে জাভেদ মিয়া, হাফেজ মনির উদ্দিনের ছেলে মো. হাবিব ওরফে ছাবিত এবং উত্তর ফ্যাশনের ৪ নম্বর ওয়ার্ডের শাজাহান মানিক জমাদারের ছেলে মোস্তফা জমাদার টুটুল। তাঁদের মধ্যে হাফেজ মনির ও মোস্তফা টুটুলকে আমৃত্যু যাবজ্জীবন এবং জাভেদ মিয়া ও হাবিবকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। চারজনই রায় ঘোষণার সময় পলাতক ছিলেন।

একই মামলায় অভিযুক্ত বাকি আট আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৪ এপ্রিল চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের উত্তর ফ্যাশন গ্রামের নুর উদ্দীনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের চিনে ফেলেন জাফর ইমাম স্বপন। পরদিন ২৫ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে স্বপন রিকশাযোগে নায়েবের পুল বাজারের দিকে যাওয়ার পথে হাফেজ মনির ও মোস্তফা টুটুল মোটরসাইকেলে এসে তাঁর পথরোধ করেন। পরে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয় ওসমানগঞ্জের লতিফ মিয়ার হাটে। সেখানে পোস্ট অফিসের নিচে স্বপনকে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। তাঁর দুই পায়ে পেরেক মারা হয় এবং হাঁটুর নিচের হাড় ভেঙে দেওয়া হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

এ ঘটনায় ২৫ এপ্রিল চরফ্যাশন থানার তৎকালীন উপপরিদর্শক ছগীর মিয়া বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com