July 17, 2025, 3:34 am
স্টাফ রিপোর্টার ॥ ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি বরিশাল ও ঝালকাঠি জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৫ টায় সোনালী ব্যাংক পিএলসি বরিশাল কর্পোরেট শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক, জিয়া পরিষদ, বরিশাল ও ঝালকাঠি জেলা কমিটির এসএম মোস্তাফিজুর রহমান (মাসুম)।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সভাপতি মো: আলতাফ হোসেন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মো: আনোয়ারুল কবির খান, উপদেষ্টা দেবাশীষ কুন্ডু, প্রিন্সিপাল অফিস বরিশাল ইস্ট বরিশাল’র ডিজিএম মো: জাহাঙ্গীর আলম সরদার, জিএম অফিস বরিশাল এর জিএম ইনচার্জ মোঃ শাহআলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামীম-উল-নিজাম ডিজিএম ইনচার্জ, বরিশাল কর্পোরেট শাখা, বরিশাল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি বরিশাল ও ঝালকাঠি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল কাইউম, উপদেষ্টা এফ এম সাইদুর রহমান, সহ- সভাপতি মোঃ রেজাউল কবির, মোঃ আমিনুল ইসলাম, আরিফ মাহমুদ, নজরুল ইসলাম, কায়েসুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মোহন, মোঃ আবু তায়েব, দপ্তর সম্পাদক মোঃ আলামিন সরদার, প্রচার সম্পাদক এস এম শাকিল আহমেদ, অর্থ সম্পাদক মোঃ ইমাম হোসেনসহ শতাধিক নেতাকর্মী এবং জিএম অফিস, প্রিন্সিপাল অফিস ইস্ট, প্রিন্সিপাল অফিস ওয়েস্ট, বরিশাল কর্পোরেট শাখা, বরিশাল এবং বিভিন্ন শাখার শাখা ব্যাবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শহিদ আবু সাঈদসহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য দোয়া-মোনাজাত করেন।
Leave a Reply