April 6, 2025, 8:15 am
স্টাফ রিপোর্টার ॥ বরিশাল জেলার মুলাদী ও বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলী করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে তাদেরকে এ বদলী আদেশ প্রদান করা হয়। আদেশে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম কে পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক এবং মুলাদী উপজেলা নির্বাহী অফিসার নূর মোহাম্মদ হোসাইনী কে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে বদলী করা হয়েছে। এছাড়া একই আদেশে রাঙ্গামাটি জেলার বরকল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল রানাকে ঝালকাঠির এবং মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাছির বিন আলীকে পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে বদলী করা হয়েছে।
Leave a Reply