April 4, 2025, 7:47 pm
ঘাতক বাসচালক মোহন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার ॥ ঝালকাঠিতে বাস পুকুরে পরে ১৭ জন নিহতের ঘটনায় জেলা প্রশাসন গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি দ্বিতীয় দফায় আরও ৭ দিনের সময় বাড়ানোর আবেদন করেছে। বুধবার বিকেলে কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মামুন শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত কাজ শেষ করতে আরও সময় দরকার। তাই ৭ দিনের সময় বাড়ানোর জন্য জেলা প্রশাসক মহোদয় বরাবর আবেদন করা হয়েছে। দেখি কয়দিন সময় বাড়ান তিনি। এদিকে বাসার স্মৃতি পরিবহনের চালক মোহন খানকে আশুলিয়া থেকে এবং সুপার ভাইজার মিজানকে রাজাপুর থেকে গ্রেপ্তার করা হলেও হেলপার আকাশ অধরাই রয়ে গেছে। গ্রেপ্তারকৃত চালক মোহন খান জানিয়েছেন, বাসের গতি মিটার নষ্ট ছিল এবং বেপরোয়া গতির কারনেই নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে এ দুর্ঘটনা ঘটেছে। ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস বাসার স্মৃতি পুকুরে ডুবে ১৭ জন নিহত এবং অন্তত ৩৫ জন আহত হন। এ ঘটনায় জেলা প্রশাসন ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ৩দিনের মধ্যে প্রতিবেদন দিতে বললেও প্রথম দফায় ২ দিনের সময় বাড়ান এবং পরবর্তীতে আজ বুধবার ফের ৭ দিনের সময় বাড়ানোর আবেদন করেছে। এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় রোববার রাতে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় সদর থানার এসআই সুশংকর মল্লিক বাদী হয়ে মামলা করেন। মামলায় আসামিরা হলেন বাসচালক মোহন খান, সুপার ভাইজার ফয়সাল মিজান, চালকের সহকারী আকাশ। বিআরটিএ ও শ্রমিক ইউনিয়ন বলছে, গাড়ির ২০২৫ সালের ২১ ডিসেম্বর পর্যন্ত রুট পারমিট রয়েছে, ২০২৪ সালের ৯ মে পর্যন্ত ট্যাক্স টোকেন পরিশোধ করা হয়েছে। ২০১১ সালে তৈরি করা বাসটির ফিটনেস আছে ২০২৪ সালের ৩ জানুয়ারি পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি বিআরটিএ পরিদর্শক অনিমেষ মন্ডল। চালক মোহন হাওলাদারের ভারী যানবাহন চালানোর অনুমতি ছিল না। তিনি ‘বাসার স্মৃতি’ পরিবহনের বাসটির সুপারভাইজার ছিলেন। ২০২০ সালে হালকা যানবাহনের লাইসেন্স নেন। বছর খানেক আগে মালিক জেলা বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আকন তাঁকে চালক নিয়োগ দেন। তবে মোহনাকে দিয়ে বাস না চালাতে মালিককে একাধিকবার বলেও কাজ না হওয়ায় ৬ মাস আগে মালিক সমিতিকে লিখিত জানান জেলা শ্রমিক সমিতির নেতারা। উদ্ধার হওয়া বাসটি বর্তমানে ঝালকাঠি পাম্পের মোড়ে রয়েছে। শনিবার সকালে ভান্ডারিয়া থেকে বরিশালের উদ্দেশে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ছত্রকান্দা এলাকায় নিযন্ত্রণ হারিয়ে পুকুরে ডুকে ১৭ জন নিহত হন এবং ৩৫ জন আহত হন। বাসের যাত্রীরা বাস ড্রাইভারের অবহেলা ও অদক্ষতাকে দুষছেন। ঘাতক বাসচালক মোহন গ্রেপ্তার ॥ ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে ১৭ জন মৃত্যুর ঘটনায় ঘাতক বাসচালক মোহন খানকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়, জানিয়েছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। শনিবার (২২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে বরিশাল-খুলনা মহাসড়কে উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী বাসটি উল্টে পানিতে পড়ে যাওয়ায় ১৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৮ জন নারী, ৬ জন পুরুষ ও ৩ জন শিশু। এ ঘটনায় আরও অন্তত ৩৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে রোববার (২৩ জুলাই)রাতে ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক সুশংকর মল্লিক বাদী হয়ে বাসচালকসহ তিনজনের নামে একটি মামলা করেন। প্রধান আসামি হলেন দুর্ঘটনার শিকার বাশার স্মৃতি নামক যাত্রীবাহী বাসের চালক মোহন খান (৪০)। তিনি নলছিটি উপজেলার রায়াপুর (বটতলা) গ্রামের মৃত আবদুল গনি খানের ছেলে। অন্য দুই আসামি হলেন বাসের সুপারভাইজার ফয়সাল এবং বাসচালকের সহকারী ও বরগুনার ঢালুয়া ইউনিয়নের হালুয়া গ্রামের মো. সোবহান মিয়ার ছেলে আকাশ ওরফে বুলেট (১৮)। সোমবার (২৪ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলা থেকে মামলার ২ নম্বর আসামি বাসের সুপারভাইজার মো. ফয়সাল ওরফে মিজানকে (৩২) গ্রেপ্তার করে র্যাব।
Leave a Reply