January 14, 2025, 10:30 pm
স্টাফ রিপোর্টার ॥ বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার বলেছেন, দক্ষ যুবকরাই একটি দেশের মূল চালিকা শক্তি। গতকাল বৃহস্পতিবার বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর সভাকক্ষে টিটিসি’র আয়োজনে ‘নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রধান অতিথি বলেন, সফল হতে গেলে দক্ষতা, সততা এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই। যুবকদের মধ্যে এ তিন বৈশিষ্ট্যের সমন্বয় থাকলে সহসাই সফলতা ধরা দেবে।
তিনি বলেন, কঠিন সময়ের পর ভালো সময় আসে। সমাজে যারা প্রতিষ্ঠিত হয়েছে তারা সকলেই সময়ের সদ্ব্যবহার এবং কঠিন পরিশ্রম করেছে। তাই যুবকদের পরিশ্রমী হতে হবে। কাজ-কর্মে, কথায় বিনয়ী হতে হবে। তিনি আরও বলেন, টিটিসি দেশের বেকার যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের প্রত্যন্ত অঞ্চলে অধিকাংশই টিটিসির কার্যক্রম সম্পর্কে অবগত নয়। এর সেবা এবং প্রশিক্ষণ সম্পর্কিত তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারলেই আরও বেশি দক্ষ জনশক্তি পাবে দেশ।
সভাপতির বক্তৃতায় বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, দক্ষ জনশক্তি একটি দেশের সম্পদ। দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই। দক্ষতা অর্জন করে বিদেশ গেলে দেশের সম্মান বাড়ে। দক্ষ হলে সে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতন হবে এবং ঝুঁকি এড়িয়ে বৈধ পথে বিদেশ যাবে। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংক বরিশালের এজিএম মোঃ জিয়াউল ইসলাম, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুজ্জামান, টিটিসি বরিশালের চিফ ইন্সট্রাক্টর লায়লা আফরোজ। এসময় অন্যান্যের মধ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, বিভিন্ন শ্রেণি-পেশা ও গণমাধ্যমের প্রতিনিধিসহ টিটিসি বরিশাল কেন্দ্রের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply