July 23, 2025, 12:04 pm
বিপ্লবী ডেস্ক ॥ পটুয়াখালীর দুমকিতে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার নিউ লাইফ ডিজিটাল মেডিক্যাল সার্ভিসেস নামের একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে। এ ব্যাপারে মঙ্গলবার (২২ জুলাই) দুমকি গ্রামের ভুক্তভোগীর আত্মীয় সখিনা আক্তার নামের এক নারী পটুয়াখালী সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী, গত ১৭ জুলাই সখিনার নাতনি নাফিজা আক্তার অসুস্থ হলে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. জি এম এনামুল হক রোগীকে এএসও টাইটার পরীক্ষা করাতে বলেন। সে অনুযায়ী তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে রিপোর্টে নরমাল ভ্যালু ৬০০ আসে। কিন্তু এমন অস্বাভাবিক ভ্যালু নিয়ে সন্দেহ হলে তিনি বিষয়টি পটুয়াখালী পটুয়াখালী সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. জিয়াউল করিমকে জানান। তার নির্দেশনা অনুযায়ী গত রোববার (২০ জুলাই) পানামা ডায়াগনস্টিক সেন্টার নামের আরেকটি রোগ নির্ণয় কেন্দ্রে পুনরায় পরীক্ষা করান। এতে তার নরমাল ভ্যালু ২০০ আসে। অভিযোগকারীর দাবি, এভাবে ভুল রিপোর্টে চিকিৎসা নিলে রোগী বিকলাঙ্গ বা মারা যেতে পারতেন।
ভুক্তভোগী টেস্টের ভুল রিপোর্ট নিয়ে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জি এম এনামুল হকের কাছে গেলে তিনি রিপোর্ট নিয়ে বাড়াবাড়ি করলে সরকারি সেবা না দেওয়ার হুমকি দেন। তিনি ভুল রিপোর্ট প্রদানকারী নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া জানান, তার কার্যালয়ে অভিযোগ এসেছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply