April 6, 2025, 4:09 am
স্টাফ রিপোর্টার ॥ জাতীয়দৈনিক কালবেলা’র বরিশাল ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন আরিফিন তুষার। মঙ্গলবার(২৫ জুলাই) পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা তাঁকে নিয়োগপত্র প্রদান করেন।পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চেয়েছেন আরিফিন তুষার। উল্লেখ্য, ২০০৮ সালেদৈনিক আজকের পরিবর্তন -এর স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন আরিফিনতুষার। পরবর্তীতে ২০১২ সালে মুক্তিযুদ্ধকালীন রনাঙ্গণের পত্রিকা বিপ্লবী বাংলাদেশ’র চিফরিপোর্টার পদে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সেখান থেকে ২০১৪ সালে দৈনিক বরিশালের ভোরেরআলো’র যুগ্ম বার্তা সম্পাদক পদে যোগদান করেন। এছাড়া ২০১৮ সালে দৈনিক দখিনের মুখ-এরবার্তা সম্পাদকের দায়িত্ব পান আরিফিন তুষার। তখন থেকে এই পদে কর্মরত রয়েছেন। এপত্রিকাটিতে দায়িত্ব পালনকালে ২০২০ সালে দৈনিক ঢাকা টাইমস -এর বরিশাল ব্যুরো প্রধানহিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর বাইরে বরিশালের সাংবাদিকদের শীর্ষ সংগঠন বরিশালপ্রেসক্লাবের নির্বাচিত ক্রীড়া সম্পাদক এবং বার্তা সম্পাদকদের সংগঠন বরিশাল নিউজ এডিটর্সকাউন্সিলের সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন আরিফিন তুষার।
Leave a Reply