November 4, 2025, 1:43 am
																
                            
                       বিপ্লবী ডেস্ক ॥ ভোলার দৌলতখানে অটোরিকশার চাপায় বিবি কুলসুম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার আজিম উদ্দীন পাটোয়ারীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিবি কুলসুম দৌলতখান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এতে অটোরিকশাচালকও আহত হন। জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে অটোরিকশায় বিবি কুলসুম (৪৫) বাজারে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়েন। পরে ওই অটোরিকশা তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশাচালক হাসপাতালে চিকিৎসাধীন। দৌলতখান থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন খান মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
Leave a Reply