April 6, 2025, 3:26 am
স্টাফ রিপোর্টার ॥ শান্তি সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষে নিহত নিরীহ মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল করিমের হত্যকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবীতে বরিশালে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল বাংলাদেশ বরিশাল মহানগর শাখা। গতকাল শুক্রবার বাদ জুম’আ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে গত ২৮ জুলাই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ঘোষিত শান্তি সমাবেশে দুই পক্ষের অর্ন্তকোন্দলে নিরীহ মাদ্রাসা ছাত্র রেজাউল এর হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীর সদর রোডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম বলেন, সরকার দলীয় শান্তি সমাবেশে অর্ন্তকোন্দলে মাদ্রাসা ছাত্র হাফেজ রেজাউল হত্যার দায় আওয়ামীলীগকে নিতে হবে। খুনীরা সরকার দলীয় হওয়ায় এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি, যা খুবই নিন্দনীয়। তিনি আরো বলেন রেজাউল হত্যাকারীদের অতিদ্রুত গ্রেফতার করে বিচার এর আওতায় আনতে হবে। যদি তা না করা হয় তবে পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আরো কঠিন আন্দোলনে অবতীর্ণ হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ রেদোয়ান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর এর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আরিফুর রহমান এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি বিএম কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ মহিউদ্দিন। আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর এর সহ-সভাপতি তানভীর আহমেদ শোভন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ ত্বলহা হাসান,তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক এইচ এম তরিকুল ইসলাম, অর্থ ও কল্যান সম্পাদক মুহাম্মাদ রিফাত লস্কর, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ মুমিনুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ মুঈনুল ইসলাম প্রমুখ। পরে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
Leave a Reply