September 18, 2025, 2:18 pm
বিশেষ প্রতিবেদক ॥ নগরীর সব চৌরাস্তা ও তিন রাস্তার মোড়ে ট্রাফিক চত্বর তৈরির প্রাথমিক কাজ শুরু করেছে বরিশালের ট্রাফিক বিভাগ। এ লক্ষ্যে বরিশাল ক্লাব ও জিলাস্কুল মোড়ের চৌরাস্তায় পিলার বসিয়ে গোলাকার বৃত্ত তৈরি করে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আনতে দেখা গেছে পরিদর্শক আব্দুর রহিমকে। একইভাবে সদর রোড থেকে গীর্জা মহল্লা, জেলখানা মোড় এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। চমৎকার পরিচ্ছন্ন শহরে ধীরে ধীরে উজ্জ্বলতা ফিরে পাচ্ছে বরিশাল। জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওমরাহ পালন করতে সৌদি আরব যাওয়ার আগে বরিশাল ট্রাফিক পুলিশকে ফুটপাত দখলমুক্ত এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নির্দেশনা দিয়েছেন। এর পরই নড়েচড়ে বসেছে ট্রাফিক বিভাগ। বিগত বছরগুলোতে নগরীর যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে তারা বারবার ব্যর্থ হয়েছেন সিটি করপোরেশন কর্তৃপক্ষের অসহযোগিতায়। এ অভিযোগ অসংখ্যবার করেছেন ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার তানভীর আরাফাত। সরেজমিনে বুধবার বিকেলে বরিশাল নগরীর গীর্জা মহল্লা, সদর রোড, বাংলা বাজার মোড় এবং জিলাস্কুল মোড় ঘুরে দেখা গেছে চমৎকার এই উদ্যোগ। ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আব্দুর রহিম এর তত্ত্বাবধানে চলছে এই পিলার বসানোর কাজ। আব্দুর রহিম বলেন, নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রাথমিকভাবে ট্রাফিক বিভাগের উদ্যোগে পিলার বসিয়ে এই গোলবৃত্ত তৈরি হচ্ছে। মেয়র মহোদয় ফিরে এসে সিটি করপোরেশন এর পক্ষ থেকে এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ চত্বর তৈরি হবে। আব্দুর রহিম আরো বলেন, আমরা ইতিমধ্যেই নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে বেশকিছু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছি। সে অনুযায়ী গুরুত্বপূর্ণ এলাকার কারপার্কিং সুবিধা ও করণীয় প্রস্তাবও দেয়া হয়েছে। এজন্য গীর্জা মহল্লা এলাকায় হেমায়েতউদ্দিন ট্রাস্টের ফাঁকা জমি ভাড়া নেয়ারও সুপারিশ করা হয়েছে। ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার তানভীর আরাফাত নিজে এগুলো বাস্তবায়নের সুপারিশ করেছেন এবং মেয়র মহোদয় আন্তরিকতার সাথে তা বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছেন বলে জানান আব্দুর রহিম। পিলার বসিয়ে গোলচক্কর তৈরির উদ্যোগ দেখতে ভীড় করেন পথচারীরা।
Leave a Reply