November 4, 2025, 11:45 am
								
                            
                       স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে গাঁজার একটি বড় চালান উদ্ধার করেছে পুলিশ। সংশ্লিষ্ট বিমানবন্দর থানা পুলিশের একটি টিম রোববার বিকেলে ওই এলাকার পাসপোর্ট অফিসের সামনে গাঁজার এই চালানটির পাশাপাশি তিনজনকে গ্রেপ্তারও করে। মাদক উদ্ধার এবং গ্রেপ্তারের বিষয়টি সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। গ্রেপ্তার মাদকবিক্রেতারা হচ্ছেন, পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউপির মো. আলতাফ মোল্লার ছেলে শফিকুল ইসলাম মোল্লা (২৫), পার্শ্ববর্তী বরগুনা জেলার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের খাকদোন গ্রামের সুলতান হাওলাদারের ছেলে ইব্রাহিম ইসলাম নাহিদ হাওলাদার (২৬) এবং আঠারোগাছিয়া ইউনিয়নের আব্দুল জব্বার বিশ্বাসের ছেলে সুমন ওরফে হানিফ বিশ্বাস। বিমানবন্দর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি বিশেষ অভিযানিক টিম নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ উল্লেখিত তিন মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করে। এবং তাদের সাথে ব্যাগে থাকা ১২ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।’
Leave a Reply