December 3, 2024, 5:18 pm
স্টাফ রিপোর্টার ॥ বরিশাল জেলার মেট্রোপলিটন এলাকায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। সকালে নগরের ৩০ নম্বর ওয়ার্ড গড়িয়ার পাড় গোলচত্বর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ মিজান (৪০) নামে এক কারবারিকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। আটক মিজান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন সোনাকাটিয়া এলাকার আনা মিয়ার ছেলে। অপরদিকে, নগরের ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে আটক লিটন মুছল্লি (৩৫) বরগুনা জেলার সদর থানাধীন পরির খাল সংলগ্ন এলাকার লতিফ মুছল্লির ছেলে এবং রাকিব (১৯) একই থানাধীন বাইন সমের্থ এলাকার হালিম হাওলাদারের ছেলে। এছাড়া অপর এক অভিযানে নগরের ১ নম্বর ওয়ার্ডের খান সড়কে অভিযান চালিয়ে ১০০টি ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মাদ রেজাকে (২৭) আটক করেছে কাউনিয়া থানা পুলিশের সদস্যরা। আটক মোহাম্মাদ রেজা বরিশাল নগরের কোতোয়ালি মডেল থানাধীন কেডিসি বালুর মাঠ এলাকার জামাল হাওলাদারের ছেলে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন মিডিয়া সেলের দায়িত্ব প্রাপ্ত উপ-পরিদর্শক তানজিল আহমেদ।
Leave a Reply