November 23, 2024, 12:12 pm
স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সদর উপজেলার চরবাড়িয়াতে নারিকেল চুরির অপবাদে ১৩ বছর বয়সি এক শিশুকে হাত বেঁধে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারুফ হোসেন নামের ওই শিশুকে পিঠমোড়া দিয়ে বেঁধে রাখার একটি ছবি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি নিবন্ধিত হয়। পরে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে সংশ্লিষ্ট কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নির্যাতনের ঘটনায় চরবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোকলেছুর রহমানকে গ্রেপ্তার করে। এই ঘটনায় সোমবার (২২ আগস্ট) দিনগত রাতে ওই কিশোরের চাচাতো ভাই সোহাগ বাদী হয়ে কাউনিয়া থানায় একটি মামলা করেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়- সামাজিকস যোগাযোগ মাধ্যমে শিশুটি নির্যাতনের ছবিটি সোমবার বিকেলে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নজরে আসে এবং সাথে সাথে সংশ্লিষ্ট কাউনিয়া থানা পুলিশকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থ গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বিষয়টি সহকারি কমিশনার পদমর্যদার এক কর্মকর্তা তদারকির দায়িত্ব দেওয়া হয়। কাউনিয়া থানা পুলিশ জানায়- উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করাসহ অভিযুক্ত মোকলেছুর রহমানকে আটক করে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, নারিকেল চুরির অভিযোগে মারুফকে পিঠমোড়া করে বেঁধে নির্যাতনের অভিযোগে মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মঙ্গলবার (২৩ আগস্ট) আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠিয়ে দেন। প্রসঙ্গত উল্লেখ, মোখলেছুর রহমান তার বাড়ির গাছ থেকে নারিকেল চুরির অপবাদে মারুফকে আটক করে এবং বাড়ির সামনের সিঁড়িতে হাত বেঁধে রাখাসহ মারধর করেন। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়- সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিটি কোনো এক মাধ্যম বিএমপি’র মিডিয়া সেলে শেয়ার করা হলে বিষয়টি পুলিশ কমিশনারের নজরে পৌছে যায়। এবং সাথে তিনি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কাউনিয়া থানা পুলিশকে নির্দেশ দেন।
Leave a Reply