November 24, 2024, 9:42 am
স্টাফ রিপোর্টার ॥ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বুধবার বরিশালে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরুহয়েছে। ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’-এই প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধু উদ্যানেবৃক্ষমেলার উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বৃক্ষমেলা উপলক্ষ্য শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি পানিসম্পদ মন্ত্রণালয়েরপ্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, সাধারণ মানুষকে গাছ রোপণেআগ্রহী করতে হবে এবং তাদের প্রয়োজন অনুযায়ী গাছের চারা সরবরাহ করতে হবে। বৃক্ষরোপণেরমাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়া যায় এই ধারণা সকলের মাঝে সৃষ্টি করতে হবে। প্রধান অতিথিআরো বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক মানুষের অক্সিজেনের প্রয়োজন। এ অক্সিজেন আসেগাছ থেকে। আমাদের জানা প্রয়োজন একজন মানুষ প্রতি মিনিটে চার লিটার অক্সিজেন গ্রহণকরে। বাড়ির আঙিনা, পুকুর পাড়, ছাদের উপর বৃক্ষ রোপণ করা প্রয়োজন। একটি গাছ কেটেফেললে তিনটি গাছ লাগাতে উৎসাহিত হবো। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বৃক্ষ রোপণকরা একান্ত প্রয়োজন। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে আলোচনা অনুষ্ঠানেসভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারওয়াহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলী আশরাফ ভূঞা ও বিভাগীয় কৃষিসমাপ্রসারণ কর্মকর্তা মুরাদ হাসান। সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. মোহাঃআব্দুল আউয়াল স্বাগত বক্তব্য দেন। আলোচনা সভার পূর্বে বঙ্গবন্ধু উদ্যান থেকে বর্ণাঢ্য একটির্যালি বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। আলোচনা সভার পুর্বে প্রতিমন্ত্রী ফিতাকেটে ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন। পরে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বৃক্ষমেলা ২৬ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত চলমানথাকবে ।
Leave a Reply