October 22, 2024, 7:38 am

বরিশালে যাত্রী বান্ধব সময়সূচীতে ফিরছে বিমান

বরিশালে যাত্রী বান্ধব সময়সূচীতে ফিরছে বিমান

  • ভাড়া যৌক্তিকিকরনের পথে আসছে উড়ান সংস্থাগুলো।

বিশেষ প্রতিবেদক ॥ যাত্রীদের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে অবশেষে রাষ্ট্রীয় আকাশ পারিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বরিশাল সেক্টরে ফ্লাইটের সময়সূচি পরবর্তন করছে। আগামী ১৫ জুলাই থেকে সংস্থাটি প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে এবং সকাল ৯টা ৫ মিনিটে বরিশাল থেকে ফিরতি ফ্লাইট পরিচালনা করবে।

বর্তমানে ঢাকা থেকে সকাল ১১টায় এবং বরিশাল থেকে দুপুর সোয়া ১২টায় ফ্লাইট পরিচালনা করছে বিমান। গত মার্চের শেষ সপ্তাহ থেকে কার্যকর গ্রীষ্মকালীন সিডিউলে বরিশাল সেক্টরের এ সময়সূচী মোটেই যাত্রী বান্ধব ছিলনা। ফলে রাষ্ট্রীয় এ আকাশ পরিবহন সংস্থটির উড়জাহাজে যাত্রীদের ভ্রমনের আগ্রহে ভাটা পরে। এমনকি গত ২৫ জুন পদ্মা সেতু চালু হবার পড়ে বরিশাল সেক্টরে আকাশ পথে আরো বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

যাত্রীদের প্রবল আপত্তি সহ বিদ্যমান বিরূপ পরিস্থিতিকে বিবেচবনায় নিয়েই ১৫ জুলাই থেকে নতুন সময়সূচী নির্ধারন করল বিমান। নতুন এ সময়সূচী যাত্রীদের পুনরায় বিমান মুখি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বরিশাল সেলস অফিসের জেলা ব্যবস্থাপক।

পাশাপাশি বরিশাল মহানগর থেকে বিমান তার যাত্রীদের বিনা মাসুলে বিমান বন্দরে পৌছে দেয়ার সার্ভিসটিও বহাল রাখছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে পদ্মা সেতু চালু সহ আসন্ন ঈদ উল আজহার আগে বরিশাল-ঢাকা এবং ঈদের পাড়ে ঢাকা-বরিশাল আকাশ পথে যাত্রী ভাড়ায় ব্যাপক ছাড় দিচ্ছে সরকারী বেসরকারী সবগুলো উড়ান সংস্থা।

গত ১ জুলাই থেকে আগামী ১০ জুলাই পর্যন্ত বরিশালÑঢাকা ও ১১ জুলাই থেকে ঢাকা-বরিশআ আকাশ পথে বিমান ২ হাজার ৭শ টাকায় এবং বেসরকারী নভো এয়ার ও ইউএস বাংলা এয়ারওয়েজ ২৯শ টাকায় যাত্রী পরিবহন করছে। তবে ঈদের আগে ঢাকা-বরিশাল এবং ঈদের পড়ে বরিশাল-ঢাকা আকাশ পথে বাড়তী ভাড়াই আদায় করছে বিমান সহ দুটি বেসরকারী এয়ারলাইন্সও। উল্লেখ্য, দেশের সবচেয়ে স্বল্প দুরত্বের বরিশাল-ঢাকা আকাশ পথের যাত্রী ভাড়া সর্বাধীক দুরত্বের সমান। গত ৬ ফেব্রুয়ারী এ ব্যাপারে দৈনিক ইনকিলাব-এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

ঐ মাসেই বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী এবং সিভিল এ্যাভিয়েশন অথারেটির চেয়ারমনের বরিশাল সফরকালে বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকগন তাদের দৃষ্টি আকর্ষন করেন। এসময়ে সিভিল এ্যাভিয়েশন অথারেটির চেয়ারম্যান এ অসংগতি দুর করতে শিঘ্রই পদক্ষেপ গ্রহনের কথা জানালেও এর পরে বেসরকারী দুটি উড়ান সংস্থাই বরিশাল সেক্টরে যাত্রী ভাড়া আরো বৃদ্ধি করেছে।

তবে পদ্মা সেতু চালু হবার পরে যাত্রীর টান পড়ায় সবগুলো এয়ারলাইন্সই বরিশাল ও যশোর সেক্টরে যাত্রী ভাড়া নিয়ে নতুন করে ভাবছে বলে জানা গেছে। এদিকে ঈদ উল আজহাকে কেন্দ্র করে বিমান আগামী ৭ থেকে ৯ জুলাই এবং ১২ থেকে ১৫ জুলাই পর্যন্ত বরিশাল সেক্টরে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বলে জানা গেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com