January 12, 2025, 8:43 pm
স্টাফ রিপোর্টার ॥ বরিশালের সংগ্রামী সংগঠক, শিক্ষানুরাগী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্তি দাস’র স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে খেয়ালি গ্রুপ থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠিত এই স্মরণ সভার আয়োজন করে নজরুল সাংস্কৃতিক জোট।
জোট সভাপতি (ভারপ্রাপ্ত) পাপিয়া জেসমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোপাল কৃষ্ণ গুহ রিপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাট্যজন সৈয়দ দুলাল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, প্রবীন শিক্ষক নেতা দাস গুপ্ত আশিষ কুমার, বরিশাল সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোতালেব হাওলাদার, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, কবি দিপংকর চক্রবর্তী, বিসিকের সাকেব কর্মকর্তা মোজাম্মেল হোসেন ফিরোজ, নাট্যজন কাজল ঘোষ, শুভংকর চক্রবর্তী, সুশান্ত ঘোষ, মিন্টু কুমার কর, বাসুদেব ঘোষ প্রমুখ।
অনুষ্ঠানে শান্তি দাসের জীবনার্দশন নিয়ে আলোচনা করা হয়।
Leave a Reply