November 21, 2024, 11:01 pm
স্টাফ রিপোর্টার ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মেসে ঢুকে স্থানীয় বখাটে দ্বারা হামলার ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় বিকেলে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর দুইটার দিকে বরিশাল নগরীর সিএন্ডবি রোড বৈদ্ধ পাড়া মুখ এলাকায় সোমালয় নামক মেসে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় হামলার শিকার শিক্ষার্থী রিয়াদুল ইসলাম নিরব বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষা বর্ষের রসায়ণ বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী। ঘটনা সূত্রে জানা যায়, নথুল্লাবাদ ঢাকা কুয়াকাটা মহাসড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে
সড়কে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ছবি: বিপ্লবী বাংলাদেশ।র শিক্ষার্থী নিরব ও তার সাথে থাকা আরেকজন শিক্ষার্থী।
পিছন থেকে আসা একটি বাইকের সাথে ওই শিক্ষার্থীদের ধাক্কা লাগে। পরে তাদের মধ্যে একটি পর্যায়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মটর সাইকেলে থাকা বখাটে তার হেলমেট দিয়ে নিবর এর মাথায় আঘাত করে। তাকে রক্তাক্ত অবস্থায় বাসায় (মেসে) নিয়ে যাওয়া হলে সেই বাইকার স্থানীয় ১০-১২ জনকে নিয়ে মেসের সামনে যায় এবং দরজা ধাক্কাধাক্কি ও গালাগালি করে। এ বিষয় গণিত বিভাগের শিক্ষার্থী বিপ্লব বিশ্বাস জানান, বাইকে ধাক্কার সময় বাইকার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে তাকে হেলমেট দিয়ে মাথায় আঘাত করে।পরে মেসে ঢুকে আমাদের শিক্ষার্থীর ওপর হামলা চালায়। আমরা এর সুষ্ঠু বিচার চাই। বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী জানান, এর আগেও বার বার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রশাসন জানিয়েছে দোষীদের ১২ ঘন্টার মধ্যে আটক করবে।
আমরা সেই আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিয়েছি। বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। যত দ্রুত সম্ভব ভিডিও ফুটেজ দেখে জড়িতদের আটক করে আইনের আওতায় আনবেন।
Leave a Reply