December 3, 2024, 4:42 pm
মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ৪ জন
স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সিটি করপোরেশনের দুটি ওয়ার্ডে উপ নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৪ জন প্রার্থী। এদের মধ্যে ৮ নং ওয়ার্ড থেকে ৩ জন এবং ২২ নং ওয়ার্ড থেকে ১ জন মনোনয়নপত্র কিনেছেন। জেলা নির্বাচন অফিসার মোঃ ওয়াহীদুজ্জামান মুন্সী বলেন, ৮ নং ওয়ার্ড থেকে বুধবার পর্যন্ত শামীম অহসান,অরুন কুমার ও রাসিক হাওলাদার এবং ২২ নং ওয়ার্ড থেকে আবদুল হালিম খান নামের ৪ জন মনোনয়ন পত্র নিয়েছেন। আগামী ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা এবং ওই দিনই জমাদানের শেষ দিন। এই দুটি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলরদের মৃত্যুতে ওয়ার্ড দুটি শূন্য হয়। চলতি সপ্তাহে এ দুটি ওয়ার্ডে উপ নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৯ মার্চ। ঘোষিত তফশিল অনুযায়ী রিটার্নিং অফিসারের কাছে আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৩ ফেব্রুয়ারী,মনোনয়ন পত্র বাছাই ১৫ ফেব্রুয়ারী,রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার করা যাবে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারী,আপিল নিষ্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারী,প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারী। প্রসঙ্গত গত নির্বাচনে ৮ নং ওয়ার্ড থেকে সেলিম হাওলাদার এবং ২২ নং ওয়ার্ড থেকে আনিচুর রহমান দুলাল নির্বাচিত হয়েছিলেন। কিন্তু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেলিম হাওলাদার গত বছরের ২৮ জুন এবং ক্যান্সারে আক্রান্ত হয়ে ১০ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন আনিচুর রহমান দুলাল।
Leave a Reply