November 21, 2024, 12:46 pm
বিপ্লবী ডেস্ক ॥ পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ রেপিড টেস্ট ডিভাইস দিয়ে কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে।
সোমবার (৪ জুলাই) বেলা ১২ টা পর্যন্ত এ ডিভাইস দিয়ে ১৪ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। কোভিড পরীক্ষা করতে এসে এক ব্যক্তির বিষয়টি নজরে আসে। ডিভাইসের গায়ে উৎপাদনের তারিখ লেখা রয়েছে ৩০.০৬.২০২১ ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা রয়েছে ২৯.০৬.২২।
অর্থাৎ ৫ দিন আগে টেস্ট ডিভাইসটি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এই ৫দিন মেয়াদোত্তীর্ণ ডিভাইস দিয়ে কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। ডিভাইসটির লট নম্বর হচ্ছে ৪১এডিজি৫৭৩এ। ডিভাইসটি জার্মানির তৈরি। বর্তমানে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টেস্ট বন্ধ রয়েছে।
এ বিষয়ে কোভিট ১৯ পরীক্ষা কাজে ল্যাবে নিয়োজিত থাকা ফাতিমা বেগম জানান,পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশে মেয়াদোত্তীর্ন রেপিপ টেস্ট ডিভাইস দিয়ে টেস্ট করা হচ্ছে। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের কোন সদোত্তর দিতে পারেননি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা।
Leave a Reply