December 4, 2024, 7:21 pm
বিপ্লবী ডেস্ক ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের গোমা খেয়াঘাটে অভিযান চালিয়ে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ইজারাদারকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৪ জুলাই) সকাল ১১ টার যাত্রী সেজে উপজেলা প্রশাসনের পক্ষে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক।
সহকারী কমিশনার ভূমি আবুজর মো. ইজাজুল জানান, উপজেলার গোমা খেয়াঘাটে দীর্ঘদিন ধরে অনিয়ম চালিয়ে ঘাটের ইজারাদার যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন এবং যাত্রীদের সাথে প্রতিনিয়ত দূর্ব্যবহার করছে।
যাত্রীরা এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ইজারাদারের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানের পূর্বে তার কাছ থেকেও অতিরিক্ত টাকা নেয় ইজারাদার। তিনি আরও জানান, চলমান এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply