November 23, 2024, 8:17 am
অস্ট্রেলিয়া ফিরে গেলেন বৃদ্ধ মজিদ
স্টাফ রিপোর্টার ॥ প্রায় ৩০ বছর ধরে বন্ধুদের সঙ্গে দেখা নেই। তাই মনের টানে শেষ বয়সে বন্ধুদের সঙ্গে দেখা করতে সুদূর অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসেছিলেন অশীতিপর হাজি আব্দুল মজিদ (৮০)। বন্ধুদের সন্ধানে একাধিক জাতীয় দৈনিকে বিজ্ঞাপনও দিয়েছিলেন। যদিও সফল হননি তিনি। বিজ্ঞাপন দেওয়ার পর চার মাস ধরে মুঠোফোন নিয়ে প্রতীক্ষায় বসে থেকেছেন। আপাতত আশা ভঙ্গই হলো আবদুল মজিদের। তাই শুক্রবার রাতে তিনি বরিশাল ছেড়ে চলে গেলেন অস্ট্রেলিয়ায়। হতাশা প্রকাশ করে সাংবাদিকদের তিনি বলেন, চার মাস আগে বিজ্ঞাপন দিয়েছিলাম। কিন্তু কোনো সাড়া পাইনি। বিজ্ঞাপনে ফোন নম্বর দিয়েছিলাম, সেই নম্বর দেখে অনেকেই কৌতূহলী হয়ে ফোন দিচ্ছেন। কিন্তু কেউ বন্ধুদের প্রসঙ্গে কোনো তথ্য দিতে পারছেন না। খুব ইচ্ছা ছিল, শেষ বয়সে দু-একজন বন্ধু হলেও তাদের সঙ্গে দেখা করে যেতে পারবো। সেই ইচ্ছা পূরণ হবে কি না, জানি না। আল্লাহ সবকিছুর পরিকল্পনাকারী। তিনিই ভালো জানেন। চার মাস আগের ঐ বিজ্ঞাপনে লেখা ছিল, পুরোনো দিনের বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ করতে চাই। আলাউদ্দিন সাহেব (এসপিআইটি পাকিস্তান) লন্ডনের মান্নান সাহেবের পুরোনো বন্ধু, রেহেনা ভাবি টাঙ্গাইল। সূচরিতা দিদি, আব্বাস সাহেব রাজশাহী, হান্নান সাহেব পাবনা (সইছে), মনির সাহেব নোয়াখালী, নুরুল ইসলাম তালপুকুরপাড় কুমিল্লা। জানা গেছে, অস্ট্রেলিয়া প্রবাসী হাজি আব্দুল মজিদ বরিশাল নগরীর বাংলাবাজার এলাকার বাসিন্দা। যিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অবসরপ্রাপ্ত প্রকৌশলী। চাকরির সুবাদে আশির দশকে লিবিয়া যান এবং সেখানে ১০ বছরের মতো কাটান। সেখানে কর্মরত অবস্থায় তার বেশ কয়েক বাংলাদেশি বন্ধু হয়। নব্বইয়ের দশকে মজিদ অস্ট্রেলিয়ায় পাড়ি জমালে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেসব বন্ধুর সঙ্গে। তিন দশক পর সেসব বন্ধুর সঙ্গে দেখা করতে চলতি বছরের জুনে বাংলাদেশে আসেন মজিদ। নানাভাবে অনুসন্ধান চালিয়েও বন্ধুদের খুঁজে না পেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন।
Leave a Reply