December 22, 2024, 2:22 am

ভোলায় দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক করলো কোস্টগার্ড

ভোলায় দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক করলো কোস্টগার্ড

স্টাফ রিপোর্টার : ভোলায় ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ৫টি দেশীয় অস্ত্রসহ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (১৮ ডিসেম্বর) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়ামউলহক তথ্য জানান।

কর্মকর্তা বলেন, ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর চরে দীর্ঘদিন ধরে দুর্ধর্ষ সন্ত্রাসী ইউনুসের নেতৃত্বে অস্ত্র দেখিয়ে জমিদখল, চাঁদাবাজি, অসহায় জেলেদের মাছ টাকা লুট, অত্যাচার এবং ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কাজ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে থেকে গতকাল সকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা জেলার সদর উপজেলার কোরালিয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। সময় ওই এলাকা থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ৫টি দেশীয় অস্ত্রসহ (৫টি রামদা) দুর্ধর্ষ সন্ত্রাসী আলমগীর মাতব্বর (৬০) এবং তার ছেলে রিয়াদ মাতাব্বরকে (৩৮) আটক করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হন্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com