October 22, 2024, 3:24 am

মন্ত্রী মর্যাদা পাচ্ছেন বিসিসি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ

মন্ত্রী মর্যাদা পাচ্ছেন বিসিসি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ

বরিশালে সব মহলে আলোচনা

স্টাফ রিপোর্টার ॥ বরিশালের সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) মন্ত্রী/ প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন এমন খবর এখন টক অব দ্যা সিটি হয়ে উৎসুক নগরবাসীর কান থেকে কানে ভেসে বেড়াচ্ছে। মেয়র আবুল খায়ের আবদুল্লাহর মন্ত্রী হওয়া এখন সময়ের দাবী। সর্বশেষ খুলনা ও রাজশাহী বিভাগের মেয়রদের প্রতিমন্ত্রী স্ট্যাটাস দেয়ায় বরিশালের মানুষের প্রাণের দাবী আবুল খায়ের আবদুল্লাহকেও এই পদমর্যাদা দেওয়া হোক। বিশেষ করে বিপুল ভোটে নির্বাচিত হয়ে বরিশালকে একটি আধুনিক ও সমৃদ্ধ নগরী গড়তে তার দৈনন্দিন কার্যক্রম জনমনে ব্যাপক আশা জাগিয়েছে। একটি সূত্র জানিয়েছে মন্ত্রী হওয়ার আনুসাঙ্গিক কার্যক্রমও শুরু হয়েছে। এখন গেজেট প্রকাশ হলেই বিষয়টি চূড়ান্ত করা হবে। তবে সবকিছু নির্ভর করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। গোয়েন্দা সূত্রের তথ্যে ৯ মাসের কার্যক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহর উপর অনেকটাই খুশি। নির্ভরযোগ্য সূত্র বলছে, জনপ্রতিনিধি এবং প্রশাসনের মধ্যে ক্ষমতায়ন বিন্যাসের জন্য এমনটা ভাবা হচ্ছে। সে হিসেবে সিটি মেয়র আবুল খায়ের তার মাত্র ৯ মাস কর্মকালীন সময়ে প্রশাসনের সাথে সম্পর্ক সু-দৃঢ়, প্রকল্পকাজের সব বন্টন, রাজনৈতিক প্রজ্ঞার প্রদর্শন, সুষ্ঠুভাবে পরিষদ পরিচালনা, অন্য সব দপ্তরের সাথে সমন্বয় সাধন, উন্নয়ন কাজের কঠিন মনিটরিং, অন্যসব সিটি প্রধানের সাথে সু-সম্পর্ক রাখা ইত্যাদি সব ক্ষেত্রেই দৃষ্টান্তকারী পদক্ষেপ রাখায় তাকে মন্ত্রি অথবা প্রতিমন্ত্রীর মর্যাদা দেয়া হতে পারে। খুব শীঘ্রই এ মর্মে ঘোষনা আসছে বলে সূত্র জানায়। সূত্রমতে এমনটা হলে আবুল খায়ের হবেন বর্তমান অবস্থায় স্থানীয় সরকারের প্রতিনিধি হয়ে মন্ত্রি মর্যাদার সপ্তম নেতা। এর আগে ঢাকা, চট্টগ্রামসহ ৬ সিটি মেয়র এ সম্মান পেয়েছেন।সূত্র জানিয়েছে, মন্ত্রী মর্যাদায় আসীন হলে বিসিসির আয়তন বাড়ানোর ওয়াদাসহ অন্যান্য কার্য সম্পাদন করা হবে বলে জানা গেছে। এমনটা হলে বরিশাল মেট্রোপলিটন এলাকায় আরো দুটো থানা প্রতিষ্টা করা হবে বলেও জানা গেছে। দক্ষিণের উন্নয়নে প্রধানমন্ত্রীর অপার ইচ্ছার বাস্তবায়নে এ পদক্ষেপগুলো নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে বরিশাল সিটি মেয়র পদে মনোনয়ন পেয়ে বিপুল ভোটে বিজয়ী হন আবুল খায়ের আবদুল্লাহ। বরিশালে বর্তমানে ৩২২ কোটি টাকা ব্যয়ে ১৬৫টি রাস্তা ও ৫৪ কিলোমিটার ড্রেনের কাজ চলছে। দীর্ঘ ১১ বছর পর বরিশালকে উন্নয়নের কর্মযজ্ঞে পরিনত করতে মেয়র আবুল খায়ের আবদুল্লাহ নিরলস প্রচেষ্টা সরকারের সব মহলের দৃষ্টি কেড়েছে। এরই পুরষ্কার আসছে তার ভাগ্যে। ২০২২ সালের ২১ আসস্ট ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের চার মেয়রের মন্ত্রী-প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে। সেই সময়ের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের স্বাক্ষরে প্রজ্ঞাপনটি জারি হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাজধানীর দুই নগরের অভিভাবক হিসেবে  ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে। সেই সঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীকে দেয়া হয় প্রতিমন্ত্রীর মর্যাদা। মেয়রদের পদমর্যাদা নির্ধারণ বিষয়ক গেজেট অনুযায়ী তারা স্ব-স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন সংশ্লিষ্ট পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। ২০২২ সালের ৭ আগস্ট এই চার মেয়রকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদা দিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে চিঠি পাঠানো হয় যা পরক্ষনেই কার্যকর হয়। চিঠিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের নির্বাচিত মেয়রদের পদমর্যাদা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী করার অনুমোদন দিয়েছেন। বর্তমানে এ চারজন নিয়ে দেশের ১২ সিটি মেয়রের মধ্যে ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করছেন। বাকি দু’জন হলেন : খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক এবং রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান (লিটন)। তারা প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করছেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন মো. আতিকুল ইসলাম এবং শেখ ফজলে নূর তাপস। পরে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াৎ আইভী। অপরদিকে ২০২১ সালের জানুয়ারিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হন রেজাউল করিম চৌধুরী। সম্প্রতি দুই সিটি করপোরেশনের মেয়রকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার। তাঁরা হলেন : খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। সেই হিসেবে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ এই পদের জোর দাবীদার এবং শীঘ্রই এই সংক্রান্ত ঘোষণা আসতে পারে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com