May 14, 2025, 7:31 pm
সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ ॥ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহসিন মোরশেদ
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বরিশাল মহানগরের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ এপ্রিল সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
কমিটির উপদেষ্টা পদে রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো: মজিবর রহমান সরোয়ার ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ সামসুদ্দিন খান। সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নূরুল আলম ফরিদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোহসিন মোরশেদ তালুকদারকে দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়াও কমিটির সহ সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা রতন আলী গাজী, সহ সম্পাদক হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা স ম ফারুক লতিফ, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইব্রাহিম খলিল, সাংগঠনিক-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ছইফ উদ্দিন আহম্মেদ, প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন, অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র কর, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খান সাহাবুদ্দিন আহম্মেদ, ক্রীয়া ও সংস্কৃতি সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাব্বির হোসেন শামীম, সমাজকল্যান, ত্রান ও পূর্নবাসন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী গোলাম বাছেদ, সমবয় ও কুটির শিল্প সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম হায়দার, এবং সদস্য হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা ছালেক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলতাফ হোসেন আকন, বীর মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মওদুদ আলম বেগ, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা সামসুল হক মন্টুকে দায়িত্ব দেয়া হয়।
Leave a Reply