April 6, 2025, 11:30 pm
মুলাদী প্রতিনিধি ॥ দেশব্যাপী বিএনপির অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মুলাদী পৌর আওয়ামী লীগের প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫ টায় মুলাদী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল আহসান খান শিপু ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল মুলাদী পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডের পৌর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সমাবেশে মুলাদী পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম মোশারফ হোসেন রাড়ী, সম্পাদক আবুল বশার খান, আওয়ামী লীগ নেতা বাবলু সিকদার, ছিদ্দিক সরদার, পৌর কৃষক লীগ সভাপতি সিহাব রাড়ী, সাধারণ সম্পাদক রাজ্জাক সিকদার, যুবলীগ নেতা হাজ্বী মিঠু, রবিন রাড়ি, কাজী কামাল হোসেন, পৌর কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আঃ রব হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কাজী সোহরাব হোসেন খোকা ও যুবলীগ নেতা পৌর কাউন্সিলর সুলামান খান, বাবুল চৌকিদার, মনির সরদার, রফিকুল ইসলাম তালুকদার, স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক পলাশ সরদার, মিজান সরদার, স্বপন হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেন, পৌর সভাপতি জুনায়েদ আহসান খান তিলক, ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ রাড়ী, মোঃ শাহাদাত হাওলাদার, জাবেদ রাড়ি পৌর মৎস্যজীবী দল’র আহবায়ক পলাশ হাওলাদার, সদস্য সচিব ফকর উদ্দিন তালুকদারসহ পৌর আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।
Leave a Reply