May 14, 2025, 8:53 pm
মুলাদী প্রতিনিধি ॥ বরিশালের মুলাদীতে কাস্টমস ও ভ্যাট কর্মকর্তা পরিচয়ে ব্যবসায়ীদের থেকে অবৈধভাবে টাকা নেওয়া ও হয়রানীর অভিযোগ উঠেছে সিপাহী মো. আলমগীর হোসেন নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। আলমগীর হোসেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বরিশাল বিভাগীয় কার্যালয়ের সার্কেল ৩ এর সিপাহী পদে কর্মরত রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি নিজেকে কর্মকর্তা দাবি করে বরিশাল ভ্যাট অফিসের রাজস্ব কর্মকর্তা মো. সেলিম মোল্লার নাম ভাঙিয়ে অবৈধভাবে টাকা নেন বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
এঘটনায় গতকাল বুধবার বিকেলে মুলাদী ভ্যাট ও ট্যাক্স কনসালটেন্ট অফিসের পরামর্শক বিপ্লব হোসেনসহ অন্যান্য ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। বরিশাল ভ্যাট অফিসের আলমগীর হোসেন কর্মকর্তা পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছে ভ্যাট অনলাইন চালানের কাগজ দেখতে চান। পরে ওই কাগজ বরিশাল অফিসে জমা দিতে বলেন এবং জমা দেওয়ার জন্য ‘খরচ’ দাবি করেন। এছাড়া বরিশাল ভ্যাট অফিসে বাড়তি খরচ, গাড়ী ভাড়ার জন্য তিনি মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে কল ও এসএমএস দিয়ে টাকা চান। ওই টাকা না দিলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করারও হুমকি দেন আলমগীর হোসেন।
হিজলা-মুলাদী সংযোগ সেতুর পূর্বপাড়ের ব্যবসায়ী লিটন বলেন, নির্দিষ্ট রাজস্ব এলাকার সহকারী রাজস্ব কর্মকর্তা থাকা সত্ত্বেও সিপাহী মো. আলমগীর হোসেন সার্কেল অফিসারের বরাত দিয়ে গত ১২ মে দুপুরে মাশাআল্লাহ বেকারিতে যান। সেখানে কাগজপত্র দেখতে চেয়ে মালিকের কাছে কাগজপত্র জমা খরচ ও গাড়ী ভাড়া বাবদ টাকা নেন অভিযোগকারী মো. বিপ্লব হোসেন খান জানান, বরিশাল ভ্যাট অফিসের সিপাহী আলমগীর হোসেন মাশাআল্লাহ বেকারিতে গিয়ে টাকা দাবি করেন। পরে তিনি নিজেকে বাঁচাতে বেকারির ম্যানেজার শফিককে দিয়ে ‘বিপ্লব টাকা নিয়েছে বলতে বাধ্য করে’ এবং ভিডিও ধারণ করে। কিন্তু ম্যানেজার শফিক বিপ্লব নামের কাউকে চেনেন না বলে জানিয়েছেন।
এ বিষয়ে সিপাহী মো. আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে, তিনি কথা বলতে রাজি না হয়ে ফোন বন্ধ করে দেন। এ ব্যাপারে বরিশাল কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কার্যালয়ের সার্কেল-৩ এর রাজস্ব কর্মকর্তা মো. সেলিম মোল্লা বলেন, সিপাহী কোনো ব্যবসায়ীর কাছে কাগজপত্র দেখতে চাইতে পা্রনে না। এবিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, ব্যবসায়ীদের হয়রানীর বিষয়ে বরিশাল জেলা প্রশাসক ও ভ্যাট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply