November 21, 2024, 3:58 pm
স্টাফ রিপোর্টার ॥ বৈরি আবহাওয়ার কবলে পরে আটকে যাওয়া এম ভি আল-ওয়ালিদ-৯ লঞ্চের ৭০ জন যাত্রীকে উদ্ধার করেছে কোষ্টগার্ড। শনিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় বিষয়টি নিশ্চিত করেছেন কোষ্ট গার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শাফিউল কিঞ্জল। কোষ্টগার্ড জানায়, গত রাত সোয়া ৯ টার দিকে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে এম ভি আল-ওয়ালিদ-৯ লঞ্চটি ৬০-৭০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রাতে সোয়া ১২ টার দিকে লঞ্চটি বরিশালের মেহেন্দিগঞ্জে কালিগঞ্জ উলানিয়া লঞ্চঘাটের পাশ দিয়ে যাওয়ার সময় বৈরি আবাহওয়ার কবলে পরে। এসময় লঞ্চটি কালিগঞ্জ উলানিয়া লঞ্চঘাটের পল্টুন সংলগ্ন ব্লকের ওপর উঠে যায়। বিষয়টি কোষ্টগার্ড দক্ষিন জোনের অধিনস্থ কালীগঞ্জ স্টেশানের সদস্যরা অবগত হয় এবং দ্রুততার সহিত ঘটনাস্থলে গিয়ে বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসময় লঞ্চের ৬০-৭০ জন যাত্রীকে কোন ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া উদ্ধার করা হয়। আর এ কাজে স্থানীয় জনগন ও নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply