April 6, 2025, 8:27 am
স্টাফ রিপোর্টার ॥ বিপ্লবী বাংলাদেশ পরিবার মনে করে সূচনালগ্ন থেকে এখন পর্যন্ত যারা এই পত্রিকাটির সাথে যুক্ত ছিলেন তারা আজীবন বিপ্লবী বাংলাদেশ’র সাথেই থাকবেন।
‘বিপ্লবী বাংলাদেশ’ পরিবার এই সকল কলম সৈনিকদের ধারণ করছে এবং আজীবন ধারণ করবে। মুক্তিযুদ্ধের সময়ে যারা যুক্ত ছিলেন এই পত্রিকার সাথে-সত্য কাম সেন গুপ্ত, শৈলেন্দ্র, বিকাশ মিত্র, দীলিপ কুমার দাস, অচিন্ত কুমার ঘোষ, অর্ধ্যকুসুম দাস গুপ্ত, সম্পাদক, সমতট পত্রিকা, পশ্চিম বঙ্গ, অধ্যাপক পরিতোষ রায় চৌধুরী, মোহামদ আব্দুল হাফিজ, বুদ্ধিজীবী সাহিত্যিক অধ্যাপক শ্রী রমেশ কুমার বিল্লেরে, অধ্যাপক সাহিত্যিক ও কবি বিষ্ণুদাস, কবি শ্রীমতি অনুপা চক্রবর্তী, পশ্চিম বঙ্গের সাপ্তাহিক গণবার্তার শ্রী বীরেশ ভট্টাচার্য, অধ্যাপক কবি মীরাদে, সাহিত্যিক বিষু দে, ইউসুফ হোসেন কালু, মিন্টু বসু, তৌফিক ইমাম ও আ স ম ফিরোজ।
এছাড়াও স্বাধীনতা পরবর্তীকালে বরিশাল থেকে প্রকাশিত ‘বিপ্লবী বাংলাদেশ’ পত্রিকায় যারা বিভিন্ন সময়ে নিরলসভাবে মেধা শ্রম দিয়েছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-মিন্টু বসু, এস এম ইকবাল, এনায়েত হোসেন মিলন, মীর মুজতবা আলী, মাইনুল হাসান, আবুয়াল সাইদ নান্টু, মিজানুর রহমান খান, প্রফেসর সুলতানা বেগম লিলি, গোবিন্দ বাবু, প্রফেসর সাধন ঘোষ, ইকবাল হাসান, এস এম জামান, হেলাল উদ্দিন, কাজী মকবুল হোসেন, গোপাল সরকার, নজরুল ইসলাম চুন্নু, তপংকর চক্রবর্তী, নাছিম উল আলম, জাকির হোসেন, এস এম আমজাদ হোসাইন, ব্যাংকার শাহ জালাল, মুরাদ আহমেদ, আলতাফ হোসেন, সৈয়দ মহিউদ্দিন আলম, মু. ইসমাইল হোসেন নেগাবান(মন্টু), আনিচুর রহমান স্বপন, শ.ম শেলী, কাজী মিরাজ মাহমুদ, রবীন সমদ্দার, সবিতা সমদ্দার, সুজিতা সমদ্দার, ফরিদ খান, ফয়জুন্নাহার শেলী, কমল সেন গুপ্ত, তুহিন সমদ্দার, দেবাশীষ চক্রবর্তী, মুকুল দাস, সাহাবুদ্দিন সাবু, রাইসুল ইসলাম অভি, মিজানুর রহমান, মোস্তফা কামাল, আ: হক মানিক, বজলুর রহমান, বেলায়েত হোসেন বাবলু, আযাদ আলাউদ্দীন, প্রাচুর্য রানা, নজরুল বিশ্বাস, শাকিব বিপ্লব, অপূর্ব অপু, আবদ্দুল্লাহ মাহফুজ অভি, আরিফিন তুষার, বেলাল আহমেদ শান্ত, আসাদুজ্জামান মুরাদ, সোহেল তালুকদার, আহমেদ জালাল, মেহেদী হাসান, এস এম ইসমাইল ও নূরুল হাসান সাক্ষর।
Leave a Reply