December 20, 2025, 12:23 am

News Headline :
ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলা: এখনই জারি হোক জাতীয় সিসমিক সতর্কতা দুই দাবীতে বরিশালে এসডিএফ, এসসিএমএফ প্রকল্পের কর্মীদের স্মারকলিপি টাইফয়েড ভ্যাকসিন নিয়ে বরিশাল জেলা তথ্য অফিসের দিনব্যাপী প্রচারণা বরিশালে শ্রমিকদল নেতাসহ তিন জনের ওপর হামলার অভিযোগ বরিশাল আদালত পরিদর্শনে আসছেন প্রধান বিচারপতি ‘পদ্মা নদীর মাঝি’ আছে, ইলিশ নেই বাঙ্গালীর স্বাদে ব্যবসা নিভু নিভু ॥ ছন্দহীন তবলার কারিগরেরা গ্রাহকের অর্থ নিয়ে কোন ধরনের প্রতারণা করেনি ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট:সংবাদ সম্মেলনে ব্যাংকের এজেন্ট বাউফলে নিখোঁজের দুই দিন পর জেলের মরদেহ উদ্ধার উজিরপুরে ছেলের হাতে বাবা খুন!
শেখ কামাল ছিলেন একজন পুরোদস্তুর ক্রীড়ামোদী ব্যক্তিত্ব-পুলিশ কমিশনার

শেখ কামাল ছিলেন একজন পুরোদস্তুর ক্রীড়ামোদী ব্যক্তিত্ব-পুলিশ কমিশনার

স্টাফ রিপোর্টার ‍॥ বরিশাল মেট্রোপলিট পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গসহ দেশের জন্য যারা নিজের জীবন আত্মাহুতি দিয়েছেন তাদের সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেছেন, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল চিন্তা, চেতনা ও মননে ছিলেন একজন পুরোদস্তুর ক্রীড়ামোদী ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও সংস্কৃতিমনা ব্যক্তি। দেশের প্রয়োজনে তার মত আরো কিছু শেখ কামাল আমাদের একান্ত প্রয়োজন। আমাদের দায়িত্ব হচ্ছে দেশের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা। আজ জুম্মার দিন, তাই জুম্মার নামাজের সময় আমরা সকলে তার জন্য দোয়া করব, এটাই হবে তার প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধা নিবেদন।

আজ শুক্রবার (৫ আগস্ট) সকাল ১০ টায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন কর্তৃক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

এ সময় আমন্ত্রিতদের মধ্যে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন- বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিকসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com