November 22, 2024, 2:25 am
স্টাফ রিপোর্টার ॥ দোকান মালিক কর্তৃক কর্মচারীকে মারধর ও ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশাল মহানগরীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় নগরীর চকবাজার ফলপট্টির মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানাযায়, দোকান কর্মচারী গৌরঙ্গ দাস-কে আহাম্মদ ব্রাদার্স এর মালিক মেজবাহ উদ্দিন জুয়েল কর্তৃক মারধর করার বিচার ও তার যাবতীয় পাওনাদি পরিশোধ সহ দোকান কর্মচারীদের নিয়োগ পত্র, সার্ভিস বই, সপ্তাহে দেড় দিন ছুটি, চাল-ডাল সহ দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, ডিজেল-বিদ্যুৎ-গ্যাসের দাম কমানো, কথায় কথায় শ্রমিক ছাঁটাই, শ্রমিক নির্যাতন বন্ধ, ন্যূনতম বেতন ২০ হাজার টাকা সহ ৭ দফা দাবীতে বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের আহবানে গতকাল সকাল ১০টায় চকবাজার ফলপট্টির মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন প্রখ্যাত শ্রমিক নেতা এ্যাড. এ কে আজাদ, কবি অপূর্ব গৌতম, আবুল বাসার আকন, তুষার সেন, মোঃ সোহাগ, মোঃ কবির হোসেন, ছাত্রনেতা কিশোর বালা প্রমুখ।
বক্তারা অবিলম্বে বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সদস্য গৌরঙ্গ দাসের নিপীড়ক আহাম্মদ ব্রাদার্স এর মালিক মেজবাহ উদ্দিন জুয়েলকে বিচারের আওতায় আনা এবং তার যাবতীয় পাওনা পরিশোধ সহ ৭ দফা দাবী বাস্তবায়নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। দোকান মালিকদের অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে সকল দোকান কর্মচারীদের ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহবান জানান।
Leave a Reply