November 23, 2024, 8:21 am

২০২৩ সালে মনপুরায় সরবরাহ হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ

২০২৩ সালে মনপুরায় সরবরাহ হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ

বিপ্লবী ডেস্ক ॥ দেশের অন্যতম বৃহৎ ব-দ্বীপ উপজেলা মনপুরায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে প্রায় পৌনে ২শ কোটি টাকা ব্যয়ে বেসরকারী উদ্যোক্তার সহায়তায় ‘অফগ্রীড হাইব্রীড সোলার পাওয়ার’ ব্যবস্থা চালু করতে যাচ্ছে ‘ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীÑওজোপাডিকো’। এরফলে সাগর বক্ষের বিচ্ছিন্ন দ্বীপ মনপুরাতে দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সমাধান হতে যাচ্ছে। দেশের দুর্গম এলাকার এ দ্বীপ উপজেলাতে কয়েক লাখ মানুষ বসবাসের পাশাপাশি একটি মৎস্য বন্দর গড়ে উঠলেও বরফের অভাবে সেখানে আহরিত মাছের গুনগত মান নষ্ট হচ্ছে। ফলে ওই এলাকার জেলেসহ মৎস্যজীবীদের ভাগ্যের কোন পরিবর্তন হচ্ছে না। সন্ধ্যা নামলেই অমানিশার অন্ধকার নেমে আসে গোটা মনপুরা দ্বীপে। বর্তমানে ওজোপাডিকো শুধুমাত্র সান্ধ্য পীক আওয়ারে কয়েক ঘন্টার জন্য ডিজেল প্লান্টের সাহায্যে সীমিত কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করলেও উৎপাদন ব্যয়ও উঠে আসছে না। এমনকি পল্লী বিদ্যুতায়ন বোর্ড দেশের সব উপজেলা থেকে সুদূর পল্লী এলাকায় বিদ্যুৎ পৌঁছে দিলেও মনপুরা নিয়ে আজ পর্যন্ত কোন কর্মপরিকল্পনা গ্রহন করেনি। ওজোপাডিকো বিদ্যমান বিদুৎ উৎপাদন ও বিতরন ব্যবস্থাকে উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে চেষ্টা করলেও তহবিল সংকটসহ নানাবিধ প্রতিবন্ধকতায় এতদিন তা সম্ভব হয়নি। এমনকি সরকারের উচ্চ পর্যায় থেকেও মনপুরার বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়নে তাগিদ ছিল। এ অবস্থাতেই ওজোপাডিকো ‘ওয়ের্ষ্টার্ন রিনোয়েবল এনার্জি কোম্পানী’ নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে আগামী ২০ বছর ক্রয় চুক্তির ভিত্তিতে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলাটিতে সৌর ও ডিজেল বিদ্যুৎ সরবরাহ করতে যাচ্ছে। এ ব্যবস্থায় এশিয়া মহাদেশের বৃহত্তম ও সারা বিশে^র দ্বিতীয় বৃহত্তম ‘অফগ্রীড হাইব্রীড সোলার পাওয়ার’ সিষ্টেম চালু হতে যাচ্ছে মনপুরাতে। বেসরকারী এ প্রতিষ্ঠানটি প্রায় ১৭৪ কোটি টাকা ব্যয়ে দ্বীপ উপজেলাটিতে ১০ মেগাওয়াটের সোলার ও ২ মেগাওয়াটের ডিজেল পাওয়ার প্লান্টের পাশাপাশি লিথিয়াম আয়ন ব্যাটারী সম্বলিত ব্যাকআপ সিষ্টেমও স্থাপন করতে যাচ্ছে। এর ফলে সাগর বক্ষে এ দ্বীপটিতে যেকোন দূর্যোগপূর্ণ আবহাওয়াতেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। এরফলে দেশের অন্যতম বৃহৎ বিচ্ছিন্ন এ ব-দ্বীপটিতে প্রায় ২০ হাজার নতুন সংযোগ প্রদানসহ শতভাগ মানুষকে বিদ্যুতের আওতায় আনা হবে। পাাশাপাশি দিনরাত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলেও জানিয়েছেন ওজোপাডিকোর উর্ধ্বতন কর্মকর্তারা। আগামী বছরে শুরুতেই প্রকল্পটির কাজ শেষ করে ওজোপাডিকো’কে বিদুৎ সরবারহ করবে বেসরকারী প্রতিষ্ঠানটি। ওজোপাডিকো বেসরকারী প্রতিষ্ঠানটির কাছ থেকে আগামী ২০ বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে প্রায় ২১ টাকা দরে প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ ক্রয় করে সরকার নির্ধারিত দরে তা গ্রাহকদের কাছে বিক্রি করবে। প্লান্ট পর্যায়ে ওজোপাডিকো ১১ কেভি লাইনের মাধ্যমে বিদ্যুৎ গ্রহন করে বিতরন লাইনের সাহায্যে গ্রাহকের কাছে তা সরবরাহ করবে বলে জানা গেছে। এ লক্ষে একটি পরিপূর্ণ সাব-স্টেশনসহ ১১ কেভি, ১১/.৪ কেভি সঞ্চালন ও বিতরন লাইন নির্মান কাজ করছে ওজোপাডিকো। এরফলে এ বিচ্ছিন্ন দ্বীপ উপজেলাটি দেশের উন্নয়নের মহাসড়কে যুক্ত হবে বলে আশা করছে বরিশালের বিভাগীয় প্রশাসন ছাড়াও ওজোপাডিকো’র দায়িত্বশীল মহল। এমনকি মনপুরাতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হলে সেখানে সমৃদ্ধ মৎস্য বন্দর গড়ে ওঠার পাশাপাশি ইকো ট্যুরিজমের ক্ষেত্রেও ব্যাপক ইতিবাচক পরিবর্তন আশা করছেন বরিশালের বিভাগীয় প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com