December 11, 2024, 11:34 pm
স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে বরিশালের বাবুগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এ রিমান্ড মঞ্জুর করেন।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্র পক্ষের কৌশলী আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ভোট জালিয়াতি, কেন্দ্র দখল এবং বিএনপির এজেন্ট বের করে দেয়াসহ একাধিক অভিযোগ এনে টিপুর বিরুদ্ধে মামলা দায়ের করেন আনোয়ার হোসেন বাবুল।
গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বাবুগঞ্জ থানায় এই মামলা দায়ের করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলো পুলিশ। পাশাপাশি টিপুর পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেছিলো। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে টিপুকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হলে তার অনুসারী ও ছাত্রদলের কর্মীদের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। একপর্যায়ে টিপুর এক অনুসারী গণধোলাইয়ের শিকার হয়। পরে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ পরিস্থিতি সামাল দিয়ে তাকে পুলিশের জিম্মায় দেয়।
প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জ থেকে স্থানীয়রা গোলাম কিবরিয়া টিপুকে আটক করে পুলিশে সোপর্দ করে।
Leave a Reply