November 22, 2024, 3:14 pm

৯ বছর পর প্রকাশ্যে সমাবেশ করলো হিজলা বিএনপি

৯ বছর পর প্রকাশ্যে সমাবেশ করলো হিজলা বিএনপি

বিপ্লবী ডেস্ক ॥ বরিশালের হিজলা উপজেলায় জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও ভোলায় মিছিলে পুলিশের গুলি করে হত্যার প্রতিবাদে মঙ্গলবার সকালে বিএনপি বিক্ষোভ সমাবেশ এবং অদূরে আওয়ামীলীগ পৃথক সমাবেশ করেছে। উপজেলার খুন্না বাজারে বালুর মাঠে বিএনপি এবং অদুরে দলীয় কার্যালয়ে সমাবেশ করেছে আওয়ামীলীগ। একই সময়ে দুটি সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত শান্তিপূর্নভাবে উভয় কর্মসূচী শেষ হয়েছে। ২০১৩ সালের পর মঙ্গলবার বিএনপি হিজলা উপজেলায় প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচী পালন করলো বলে দলীয় সুত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সুত্র জােিনেছন, ৯ বছর পর সমাবেশকে কেন্দ্র করে বড় আয়োজন থাকলেও ৭০০-৮০০ নেতাকর্মীরা অংশগ্রহন করে। একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে প্রায় শতাধিক পুলিশ এর নিরাপত্তা বেস্টনিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি দেওয়ান মোঃ শহিদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক হাওলাদার, বরিশাল জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোরশেদ মাসুদ, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম সুজন, হিজলা উপজেলা যুবদলের আহবায়ক দেওয়ার ছালাউদ্দিন রিমন, সদস্য সচিব আমির বাঘা, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আশাদুজ্জামান খান সজল, সদস্য সচিব দুলাল সরদার, কৃষকদল আহবায়ক শ.ম ফারুক, ছাত্রদল আহবায়ক মহসিন সিকদার, সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক দেওয়ান মোঃ মনির হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশে দ্রব্য মূল্যের উদ্ধগতির প্রতিবাদ করতে গিয়ে ভোলায় রাজপথে পুলিশের গুলিতে প্রান দিতে হয়েছে সাহসি ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবকদলের নেতা আব্দুল রহিমকে আমরা এসকল হত্যাকান্ডের বিচারের দাবী জানাই। তিনি আরো বলেন আওয়ামীলীগ নেতারা আমাদের কর্মীদের বিভিন্ন যায়গায় বাধা প্রদান করে। আওয়ামিলীগের সময় শেষ এখন মন্ত্রীরা এলোমেল কথা বলে। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ জানান, বিএনপিকে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুইঘন্টা সমাবেশ করার প্রশাসনিক অনুমতি দেয়া হয়েছিল। তারা নির্ধারিত সময়ের মধ্যেই সমাবেশ শেষ করেছে। আইন শৃঙ্খলা রক্ষায় একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) মতিউর রহমানের নেতৃত্বে পুলিশ সেখানে দায়িত্ব পালন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com