November 24, 2024, 4:05 am

বরিশাল তথ্য অফিসের আয়োজনে ‘মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান

বরিশাল তথ্য অফিসের আয়োজনে ‘মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান

বরিশাল জেলা তথ্য অফিসের আয়োজনে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘরাই।

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল জেলা তথ্য অফিসের আয়োজনে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বরিশাল জিলা স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই প্রধান অতিথির বক্তৃতা করেন। গণযোগাযোগ অধিদপ্তরের (এপিএ) নিয়মিত প্রচারের অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে। বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা গল্প বলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ গোলাম কবির (বুলু)। এসময় আঞ্চলিক তথ্য অফিস বরিশালের তথ্য অফিসার মো. রিয়াদুল ইসলাম বক্তৃতা করেন। বরিশাল জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার লেলিন বালা অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। দপ্তরের সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু মোহম্মদ গোলাম কবির (বুলু) বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় এ প্রজন্মকে গড়ে তোলার জন্যই সরকারের এ আয়োজন। পরাধীনমুক্ত অসম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধের অগ্রনায়ক জাতির পিতা তাঁর জীবনের গুরুত্বপূর্ণ সময়টা জেলে কাটিয়েছেন। তাঁর সন্তানেরা পিতার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন। সন্তানদের জাতির জনকের সাথে দেখা করতে জেল খানার গেটে যেতে হতো। এমন দেশদরদী নেতার দেশাত্ববোধের জন্য আমরা আজেকের স্বাধীন বাংলাদেশ পেয়েছি। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে স্বাধীনতা যুদ্ধ ও ভাষা আন্দোলন নিয়ে ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় দশ জন বিজয়ীকে জাতির জনকের অসমাপ্ত আত্মজীবনী বই উপহার দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com