October 22, 2024, 5:58 am

ববি’র বাকেরগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মাহাবুব ও জাবের

ববি’র বাকেরগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মাহাবুব ও জাবের

ববি প্রতিনিধি ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাকেরগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো:মাহাবুব হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাবের আকন। বুধবার (৮ই ফেব্রুয়ারী ) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে বাকেরগঞ্জ উজেলা ছাত্রকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত এক সভা অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ফাতেমা-তুজ-জোহরা ও প্রভাষক তাসমিন জাহান কার্যনির্বাহী নতুন কমিটি ঘোষণা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন অফিস মিজানুর রহমান, সেকশন অফিসার সাইফুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার জসিম উদ্দিন, শেরেবাংলা হল এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের অধ্যয়নরত বাকেরগঞ্জ উপজেলার শিক্ষার্থীবৃন্দরা। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ সাব্বির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুজ্জামান অভি, সাংগঠনিক সম্পাদক- সানজিদ হোসেন নাইম (২০১৯-২০), কোষাধাক্ষ্য- ইমরান মুন্সী (২০১৯-২০)। সভাপতি মাহাবুব হোসেন বলেন, ‘আমরা বাকেরগঞ্জ উজেলার শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবান্ধব যে কোনো প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া প্রতিবছর ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় উপজেলা সমিতির পক্ষ থেকে হেল্প ডেস্ক ও টেন্ট থাকবে। এছাড়া সাধারণ সম্পাদক মোঃ জাবের আকন বলেন, আমরা শুধু বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাকেরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের নিয়েই পড়ে থাকবো না,আমরা আমাদের উপজেলায় প্রতিটা কলেজে সেমিনার করবো যাতে করে আমাদের উপজেলা থেকে প্রতিবছর অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পড়া স্বপ্ন দেখে এবং তা বাস্তব করতে পারে। আমরা আমাদের সংগঠনকে সর্বদা বিভিন্ন রকমের কার্যাবলীর মাধ্যমে প্রাণবন্ত রাখবো। উল্লেখ্য, বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় ছাড়াও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com