October 22, 2024, 5:37 am

কলাপাড়ার মিঠাগঞ্জ বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে৫ গ্রামের মানুষ

কলাপাড়ার মিঠাগঞ্জ বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে৫ গ্রামের মানুষ

কলাপাড়া প্রতিনিধি ॥ মাত্র তিন মাস আগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলারমিঠাগঞ্জ ইউনিয়নে ৯০ মিটার বাঁধ জরুরি মেরামত করা হয়। কিন্তু গত এক সপ্তাহ আগে সেইবাঁধে ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে বাঁধের রিভার সাইডের ১০০ ফুট মূল বাঁধ স্লোবসহ বাঁধরক্ষায় দেওয়া জিওব্যাগ ধ্বসে আন্ধারমানিক নদীতে পড়ে গেছে। ভাঙন শুরু হয়েছে বাঁধের কান্ট্রিসাইডেও। সৃষ্টি হয়েছে বড় বড় ফাঁটল। এ কারণে উদ্বিগ্ন হয়ে পড়েছে ৫টি গ্রামের কয়েক হাজারমানুষ। তবে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন, নদীর গভীরতা বেশি থাকায় বাঁধের ভাঙনঠেকানো যাচ্ছে না। সরেজমিন পরিদর্শন করে বাঁধ জরুরি মেরামতের উদ্যোগ নেওয়া হবে। জানাগেছে, ৪৭/৪ পোল্ডারের মিঠাগঞ্জ বেড়িবাঁধ ২০০৭ সালের সিডরের জলোচ্ছ্বাসে ভেঙে সাতজননারী ও শিশু মারা যায়। ভেঙে বিলীন হয়ে যায় দুইটি সুইচগেট। এরপর প্রায় ৫ বছর ভাঙাবাঁধের কারণে ওই ইউনিয়নের পাঁচ গ্রামের মানুষ বর্ষা মৌসুম শুরু হলেই পানিতে ডুবেথাকতো। বন্ধ হয়ে যায় চাষাবাদ। পরবর্তীতে এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে কয়েকদফা এবেড়িবাঁধ মেরামত হলেও আবার শুরু হয় ভাঙন। বেড়িবাঁধের মিঠাগঞ্জ পয়েন্টে প্রায় একশ ফুটমূল বাঁধ স্লোবসহ ধ্বসে পড়েছে। অথচ এই বেড়িবাঁধই তিন মাস আগে জিওব্যাগ ফেলে পুনঃমেরামত করা হয়েছিল। অপরিকল্পিতভাবে বাঁধের প্রবাহমান আন্ধারমানিক নদীর রিভার সাইডেবাঁশের তৈরি পাইলিং দিয়ে জিওব্যাগ দিয়ে বাঁধ রক্ষার ব্যবস্থা করায় নদীর স্রোতে তা ভেঙেসরে গেছে। এ কারণে বাঁধের রিভার সাইডের জিওব্যাগ সরে গিয়ে মূল বাঁধে ভাঙন শুরুহয়েছে। বেড়িবাঁধ ঘেষা গ্রামের বাসিন্দারা জানান, বর্তমানে বাঁধের যে অবস্থা তাতে মূলবাঁধ এই বর্ষায় ভেঙে বিলীন হয়ে যেতে পারে। বাঁধের রিভার সাইড ও কান্ট্রিসাইড দুইদিকেই ভাঙন শুরু হয়েছে। এ কারণে তারা এ বছর আমন ফসল উৎপাদন করতে পারবেন কিনা এনিযে শঙ্কায় রয়েছেন। মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মেজবা উদ্দিন খান দুলাল বলেন,যে অবস্থায় বাঁধে ভাঙন শুরু হয়েছে তাতে গোটা ইউনিয়নের মানুষ উদ্বিগ্ন। জরুরি ভিত্তিতেবাঁধ মেরামতের উদ্যোগ না নিলে, এ বাঁধ আন্ধারমানিক নদীতে বিলীন হয়ে প্লাবিত হতে পারেবাঁধ ঘেষা পাঁচটি গ্রাম। কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খালেদবিন অলীদ বলেন, তারা বাঁধের ওই স্থান জরুরি মেরামত করেছিলেন। বাঁধের ভাঙা অংশে নদীরপানির গভীরতা বেশি থাকায় শুধু জিওব্যাগ ফেলে এ বাঁধ রক্ষা করা যাবে না। তবে সরেজমিনপরিদর্শন করে এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © All rights reserved © 2024 DailyBiplobiBangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com