November 21, 2024, 5:48 pm
স্টাফ রিপোর্টার ॥ বরিশাল কেন্দ্রীয় কারাগারে কর্মরত কারারক্ষী শহিদুল ইসলাম কর্তৃক সৈয়দ হাতেম আলী মিরার পুরান বাড়ি ভাটিখানায় শত শত মানুষের চলাচলের রাস্তা ও বিসিসি ড্রেন দখল করে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যেগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। আজ সোমবার (৩১ জুলাই) বিকেলে কারারক্ষীর নির্মাণাধীন ভবনের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ অংশ গ্রহন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, নগরীর ৭ নং ওয়ার্ডের সৈয়দ হাতেম আলী মিরার পুরান বাড়ি এলাকায় নিয়ম কানুনকে তোয়াক্কা না করে নিজের ইচ্ছেমত জনসাধারণের চলাচলের রাস্তা ও বিসিসি ড্রেন দখল করে ডিপ টিউবওয়েল ও ভবন নির্মাণ কাজ চালিয়ে আসছে কারারক্ষী শহিদুল ইসলাম। আমরা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে বরিশাল সিটি মেয়র, বরিশাল জেলা প্রশাসক ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। বক্তারা বলেন, ৩ ও ৭ নং ওয়ার্ডের হাতেম মিরার পুরান বাড়ির পূর্ব সীমানা দিয়ে উত্তরে একটি ড্রেন পান্থ সড়কে সংযোগ হয়েছে। ওই ড্রেনের ওপর দিয়ে প্রতিদিন শতশত লোক যাতায়াত করেন। এখানে প্রশাসনের গাড়ি কিংবা অ্যম্বুলেন্স প্রবেশ করতে পারেনা। অথচ অদৃশ্য ক্ষমতার দাপটে এখানে চলাচলের রাস্তা দখল করে ভবন নির্মাণ কাজ করছে কারারক্ষী শহিদুল। এলাকাবাসী এই কারারক্ষী শহিদুল ইসলামের এতো অর্থের উৎসের বিষয়ে তদন্তের দাবি জানান। এবং রাস্তা ও ড্রেন দখল করায় তার বিচার দাবি করছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর, প্রশাসনের দৃষ্টি কামনা করেন এলাকাবাসী। কারারক্ষীর বিপুল পরিমাণ অর্থের উৎস এবং রাস্তা ও ড্রেন দখলের বিষয়ে সিটি মেয়র ও বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী আশু দৃষ্টি কামনা করেছেন তারা।
Leave a Reply